ওয়েব ডেস্ক: ফের শুল্কযুদ্ধের (Tariff War) হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার সরাসরি ইউরোপীয় ইউনিয়নের (European Union) দিকে আঙুল তুলে তিনি জানিয়ে দিলেন, আমেরিকায় প্রবেশ করা ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। এদিকে আবার ট্রাম্পের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। সংগঠনের বাণিজ্য বিষয়ক প্রধান মারোস সেফকভিক সাফ জানিয়ে দিয়েছেন, ইউরোপ সম্মানের ভিত্তিতে চুক্তি করতে চায়, হুমকির ভিত্তিতে নয়।
ট্রাম্পের দাবি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কোনও অগ্রগতি হয়নি। যদিও তাঁর বক্তব্য, “আমি কোনও নতুন চুক্তি চাই না। আমাদের চুক্তি হয়ে গিয়েছে।” এদিকে পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ইউনিয়ন হল ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গত বছরে ইউরোপ থেকে আমেরিকায় পণ্য রফতানির পরিমাণ ছিল প্রায় ৬০০ বিলিয়ন ডলার, যেখানে আমেরিকা ইউরোপ থেকে কিনেছে প্রায় ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য।
আরও খবর: বাংলাদেশের বাজারে আসছে নতুন টাকা, কার ছবি থাকবে? জেনে নিন
এদিকে আবার পরিসংখ্যান বলছে, ট্রাম্প প্রশাসনের সময় থেকেই ইউরোপের দেশগুলোর সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। ইতিমধ্যেই ইউরোপ থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয়র উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে বিপাকে পড়েছে ফ্রান্স ও ইতালির মতো দেশগুলি।
এই পরিস্থিতিতে পালটা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নও। গত এপ্রিলে ইউরোপের ২৭টি দেশ একজোট হয়ে মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয়। শুল্ক নিয়ে এই টানাপোড়েনের প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের হুমকি আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চে আবারও শুল্কযুদ্ধের পথকে প্রশস্ত করল।
দেখুন আরও খবর: