ওয়েব ডেস্ক: সিরিয়ার (Syria) উপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা (America)। সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া আবারও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, নয়া নির্দেশে মূল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বহাল থাকবে পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলি।
আরও পড়ুন: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, শুল্কে কত ছাড় পাবে ভারত?
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
দেখুন আরও খবর: