ওয়েব ডেস্ক: এ যেন যুদ্ধের মাঝে ভালোবাসার বার্তা। চীনের (China) সঙ্গে একদিকে অর্থনৈতিক যুদ্ধে নেমেছে আমেরিকা (USA)। পাল্টা জবাব দিচ্ছে চীনও। এর মধ্যেই সে দেশের প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করতে লাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শি জিনপিংকে (XI Jinping) দুনিয়ার সবথেকে বুদ্ধিমান বলে আখ্যা দিলেন তিনি।
চীন সহ বিশ্বের বহু দেশের উপর ট্রাম্পের পাল্টা-শুল্ক চাপানো নিয়ে বিশ্ব জুড়ে আবহাওয়া গরম। তার উপর চীন-আমেরিকা সংঘাত আরও প্রবল হয়েছে। কারণ ট্রাম্প ৭৫টির বেশি দেশের উপর শুল্ক আরোপ স্থগিত রাখলেও বেজিংকে কোনওরকম ছাড় দেয়নি। চীনের উপর শুল্ক আরোপের পরিমাণ বাড়ানো হয়েছে ১২৫ শতাংশ।
আরও পড়ুন: মহম্মদ ইউনুস হত্যালীলা চালাচ্ছেন, অভিযোগ তুললেন হাসিনা
এর মধ্যেই ট্রাম্প বললেন, “শি (জিনপিং) একজন বুদ্ধিমান মানুষ, আমরা শেষ পর্যন্ত একটা ভালো চুক্তি করব।” ট্রাম্পের উক্তির মধ্যে প্রশংসার ভাব ছিল স্পষ্ট। চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলা নিয়ে ট্রাম্প বলেন, “শি এমন একজন মানুষ যিনি জানেন যে ঠিক কী করতে হবে। তিনি তাঁর দেশকে ভালোবাসেন। কোনও এক সময়ে আমরা একটা ফোন কল করব, তারপর খুব শিগগিরই কাজ শুরু হবে।”
উল্লেখ্য, ট্রাম্পের এই নয়া শুল্কনীতি ঘিরে ইতিমধ্যেই আমেরিকার অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছিল। দেখা গিয়েছিল, গত সপ্তাহে ট্রাম্পের বিভিন্ন নয়া আইনের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন আমজনতা। আন্দোলনেও নামেন মার্কিন মুলুকের বাসিন্দারা। আর তারপরেই শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।
দেখুন অন্য খবর: