ওয়েবডেস্ক: বন্ধুত্বে চিড়! উলট পুরাণ? রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) পাগল। এমনই মন্তব্য করলেন আমেরিকার (US) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে (Ukraine) শনিবার রাতে আকাশ পথে ভয়ানক হামলা। রবিবার রাতে ও সোমবার সকালেও ড্রোন দিয়ে হামলা রাশিয়ার। তাই পুতিনকে তুলোধনা ট্রাম্পের। রবিবার রাতে নিউজার্সিতে ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কী নরকের ঘটনা ঘটেছে? এতো মানুষকে হত্যা করছেন। এরপরই বলেন, পুরোপুরি পাগলামো। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি সবসময় বলেছি তিনি সমগ্র ইউক্রেন চান। একটি খণ্ড নয়। সেটাই প্রমাণ করছে। এটা করলে রাশিয়া নীচের দিকে নামবে। তবে একইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও তোপ দেগেছেন তিনি। জেলেনস্কিকে মুখ বন্ধ রাখতে বলেছেন।
কিভের বায়ু সেনার পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৩৫৫টি ড্রোন ও ৯টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার নিরাপত্তার জন্য যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা নিচ্ছেন। তবে একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় আসার ক্ষেত্রে আলোচনা চালানোর জন্য আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি নিয়ে বড় মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
সোমবার সকাল থেকে ইউক্রেন জুড়ে শুধুই ড্রোন হামলার জন্য সাইরেনের আওয়াজ শোনা গিয়েছে। দেশ জুড়ে বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার থেকে এই ড্রোন হামলা শুরু হয়। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকও জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এদিন ২০টি ইউক্রেনের ড্রোন প্রতিহত করেছে। উল্লেখ্য, গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন ২ ঘণ্টা ফোনে বৈঠক করেছেন। আমেরিকার প্রস্তাবিত সংঘর্ষ বিরতিতে নিয়ে আলোচনা হয়। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করে এসেছে। ট্রাম্প ইউক্রেনের উপর থেকে সাহায্যের হাত তুলে নেন। তবে তিনি দুই দেশের যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছেন বলে দাবি করছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন অভিযান শুরু করে। তখন থেকে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে।
দেখুন অন্য খবর: