ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আজ ঠিক রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে, আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( Donald Trump) খুললেন মুখ। তিনি বলেন ‘ ভারত-পাকিস্তান দু’পক্ষকেই চাপ দিয়েছিলাম, যুদ্ধ বন্ধ না হলে ব্যবসা বন্ধ হবে ‘। অর্থাৎ এই যে পেহেলগামে জঙ্গি হামলা, আর তাতে প্রাণ হারান ভারতের ২৬ জন নিরীহ প্রাণ, তারই প্রেক্ষিতে যুদ্ধ শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে। যদিও তা প্রথম করে পাকিস্তানই। কিন্তু এই আবহেই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে জানান ‘ ভারত পাক যুদ্ধ বিরতির জন্য রাজি ‘ । কিন্তু তারপরেই দেখা যায়, ৩ ঘণ্টার মধ্যে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। আর এবার ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন, ভারত পাকিস্তানকে তিনি বলেছিলেন যুদ্ধ থামাতে, নইলে বাণিজ্যিক সম্পর্ক আমেরিকা বন্ধ করবে ভারতের সঙ্গে বলে জানান তিনি। আর তাঁর দাবি, তাঁর কথাতেই বন্ধ হয়েছে ভারত পাক যুদ্ধ।
আরও পড়ুন: পরমাণু ব্ল্যাকমেইল শুনব না, জঙ্গি হামলা হলে গিয়ে জবাব: প্রধানমন্ত্রী
সোমবার হোয়াইট হাউসে বক্তৃতার শুরুতেই ভারত-পাকিস্তানের প্রসঙ্গে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মন্তব্য, মার্কিন প্রশাসন মধ্যস্থতাতেই দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সংঘর্ষবিরতি হয়েছে।
আজ হোয়াইট হাউস থেকে তিনি বলেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ বন্ধ করা গিয়েছে। দুই দেশেরই প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে। দেখে মনে হচ্ছিল, দুই দেশের কেউই থামতে চাইছে না।” ট্রাম্পের মতে, তিনি বাণিজ্য বন্ধ করার কথার মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষ শেষ করেছেন।
দেখুন অন্য খবর