ওয়েব ডেস্ক: আমেরিকা (US) আর বিদেশি ছাত্র ছাত্রীদের (International Students) জন্য নয়! বিদেশি ছাত্র ছাত্রীদের নতুন ভিসা (New Visa) দেওয়া বন্ধ করা হল। ভিসা প্রক্রিয়ার জন্য নেওয়া হবে না নতুন ইন্টারভিউ (Interview)। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকারের এই সিদ্ধান্তে তোলপাড় আন্তর্জাতিক মহলে। আমেরিকার সব থেকে নামী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সেখানে বিদেশি ছাত্র ভর্তির অনুমোদন কেড়ে নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতের হস্তক্ষেপে তাতে সাময়িক স্বস্তি মিলেছে। এবার সার্বিকভাবে এই কঠোর সিদ্ধান্ত।
জানা গিয়েছে, আমেরিকা সব দূতাবাস ও উপ দূতাবাসে নতুন করে ছাত্র ভিসা দেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া বন্ধ করা হয়েছে্। বিদেশি ছাত্র ছাত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেজন্য মঙ্গলবার আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এই নির্দেশিকা জারি করেছেন। যার ফলে আন্তর্জাতিক স্তরে অনেক ছাত্র ছাত্রী তাঁদের ভবিষ্যত নিয়ে উদ্বেগে।
আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে ইতিহাস লিখবেন শুভাংশু শুক্লা
ওই নির্দেশিকা আমেরিকার সব দূতাবাসে পাঠানো হয়েছে। তা হল, প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া স্ক্রিনিংয়ের জন্য দূতাবাসগুলি আর কোনও ভিসার ‘অ্যাপয়েন্টমেন্ট’ না নিতে বলা হয়েছে। এখন থেকেই এই নিয়ম চালু বলা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। তবে যেসব ইন্টারভিউ আগে থেক বুক করা আছে। বা নির্দিষ্ট হয়ে আছে তা চলবে।
তবে এতে আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিও অশনিসঙ্কেত দেখছে। কারণ বিদেশি পড়ুয়াদের টিউশন ফিতে ওই সব প্রতিষ্ঠান অনেকাংশেই নির্ভর। ফলে আতান্তরে পড়ছে তারা। হার্ভার্ডের ছাত্র ছাত্রীরা আমেরিকার ‘বন্ধু’ ইজরায়েলের গাজায় হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। যা নিয়ে ক্ষুব্ধ আমেরিকা প্রশাসন। সেই সব ছাত্র ছাত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষা করা শুরু হয়। এবার সার্বিকভাবে আন্তর্জাতিক ছাত্র ছাত্রীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারে কঠোর হতে চাইছে আমেরিকা।
দেখুন অন্য খবর: