ওয়েব ডেস্ক: আমলাতান্ত্রিক নির্দেশে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব (US Citizenship) দান বন্ধ করতে চেয়েছেন। যার ফলে প্রতিবছর লক্ষ লক্ষ নবজাতক রাষ্ট্রহীন হবে। কিন্তু এই নির্দেশ অসাংবিধানিক দাবি করে শুরু হয়েছে মামলা। এই অবস্থায় ট্রাম্পের নির্দেশ আদৌ কার্যকর হবে কি না, সেই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে।
তিন বিচারপতি দেশব্যাপী ওই নীতির বিরুদ্ধে নির্দেশ দেন। সেই স্থগিতাদেশ প্রশাসনের তরফে চ্যালেঞ্জ করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টে (US Supreme Court) বিষয়টি নিয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে শুনানি চলে। ট্রাম্পের নির্দেশের উপর স্থগিতাদেশ জারির জন্য চলে তীব্র সওয়াল। তিন বিচারপতির প্রাথমিক অভিমত, নাগরিকত্ব দান প্রসঙ্গে সংবিধানের ১৪ তম সংশোধন বিরোধী ট্রাম্পের নির্দেশ।
আরও পড়ুন: অ্যাপলকে ভারতে কাজ না করার নিদান ট্রাম্পের!
২০ জানুয়ারি ট্রাম্প ওই নির্দেশে স্বাক্ষর করেন। যেখানে বলা হয়, নবজাতকের অন্তত একজন অভিভাবককে মার্কিন নাগরিক বা আইনসম্মত স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। কিন্তু এই নির্দেশ সুপ্রিম কোর্টের নাগরিকত্ব সম্পর্কিত অতীতে দেওয়া বহু নির্দেশের পরিপন্থী বলে জানিয়েছেন বিচারপতিরা।
মামলাকারীদের বক্তব্য, ট্রাম্পের নির্দেশ পালিত হলে প্রতিবছর দেড় লক্ষেরও বেশি নবজাতক ক্ষতিগ্রস্ত হবে। তারা রাষ্ট্রহীন হিসাবে গণ্য হবে। যদিও প্রশাসনের দাবি, জন্মসূত্রে নাগরিকত্ব দানের বিষয়টি শুধুমাত্র আমেরিকানদের ক্ষেত্রে প্রযোজ্য। অভিবাসীদের ক্ষেত্রে একই নিয়ম হতে পারে না। বিশেষত যারা বেআইনিভাবে বা শিক্ষার্থী হিসেবে অথবা ওয়ার্ক ভিসা নিয়ে আমেরিকায় এসেছে।
দেখুন অন্য খবর: