কলকাতা: জাপান সফরের ৪৮ ঘণ্টার মাথায় ফের পাকিস্তানের মুখো টেনে খুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ কোরিয়ায় গিয়ে পাকিস্তানকে তুলোধনা করলেন অভিষেক। সোমবার অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে অভিষেক বলেন, আমাদের নম্রতাকে কেউ যেন দুর্বলতা না ধরে। বিশ্বের ৩২ দেশে অপারেশন সিঁদুরের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সাফল্য বোঝাতে গিয়েছে সরকারের একাধিক প্রতিনিধি দল।
সোমবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তোলেন অভিষেক। তৃণমূল সাংসদের কথায়, ‘ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের শেষ কৃত্যে যাদের দেখা গেল, তারা কেউ পাক জওয়ান নয়। সেনা প্রধান ও সেনার নানা বিভাগের কর্তা। পাকিস্তান যে সন্ত্রাসে সরাসরি মদত জোগায়, এই ঘটনার পর তা কার্যত স্পষ্ট। ২২ তারিখে পহেলগাম হামলা শুধু আর ভারতের জাতীয় নিরাপত্তার জায়গায় আটকে নেই। এটা এখন গোটা বিশ্বের ইস্যু। এ নিয়ে সবাইকে এই বিষয়ে ভাবতে বলেছেন তিনি। যদি আপনি ভারত ও পাকিস্তানের ইকোনমিক্সের দিকে তাঁকান, তাহলে স্বর্গ ও নরকের দেখা পাবেন।’
আরও পড়ুন:তুরস্কে ছুটি কাটাতে গিয়ে হার্ট খোয়ালেন ব্রিটেনের মহিলা! চাঞ্চল্য
অভিষেকের আরও বলেন, ‘পহেলগাম হামলার ২৪ ঘণ্টা পর TRF হামলার দায় স্বীকার করে। এই TRF কারা? এরা হল লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। লস্কর-জইশদের যখন ভারত মারল, তখন ওদেরই শেষ কৃত্যে গিয়ে হাজির হল পাক সেনাকর্তা ও প্রধানরা।’শনিবার, টোকিতেও অভিষেক বলেছিলেন, ভারত মাথানত করবে না। যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেবে।’ ভারত সংযমী, নম্রতায় বিশ্বাসী। একের পর এক হামলার পরও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। তাদের দেশের মধ্যে থাকা জঙ্গিঘাঁটিগুলি নষ্ট করেছে। সিঁদুরের পর ঠিক এমনটাই দাবি করেছিল, সেনা থেকে প্রধানমন্ত্রী।
দেখুন ভিডিও