কাবুল: সবে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান৷ এখনও ক্ষমতা হস্তান্তর শেষ হয়নি৷ এর মধ্যেই জনমানসে ছড়িয়ে পড়েছে ভয়-ভীতি৷ আতঙ্কে কাবুল ছাড়তে শুরু করেছেন সেখানকার মানুষ৷ সবাই ছুটছেন হামিদ কারজাই বিমানবন্দরে৷ হাজার হাজার মানুষের ভিড় সেখানে৷ তার জেরে বিমানবন্দরের বাইরে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির৷
ویدیو – گواهان میگویند که چندین تن در نتیجۀ شلیک و ازدحام درمیدان هوایی بینالمللی حامد کرزی در کابل، کشته و زخمی شدهاند. pic.twitter.com/mG7pN1UwBZ
— TOLOnews (@TOLOnews) August 16, 2021
অশান্ত জনতাকে সামলাতে বিমানবন্দরের বাইরে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে মার্কিন সেনা৷ সেনার উপস্থিতিকে পরোয়া না করেই কেউ কেউ ঢুকতে যান কাবুল বিমানবন্দরে৷ তাদের আটকাতে গুলি চালায় মার্কিন সেনা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন বহু মানুষ৷
এদিকে আফগানিস্তানের রাজধানীর দখল নিয়েই আকাশসীমা বন্ধ করে দিয়েছে তালিবান৷ বিনা অনুমতিতে কেউ যাতে দেশ ছাড়তে না পারে সেই জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত৷ এতে চরম বিপদে পড়েছেন ভারতীয়-সহ ভিন দেশের নাগরিকরা৷ আকাশসীমা বন্ধ থাকায় অন্য দেশের বিমানও আর কাবুল বিমানবন্দরে ওঠা-নামা করতে পারবে না৷ এর জেরে একাধিক দেশ বিমান পাঠানো বন্ধ রাখতে বাধ্য হচ্ছে৷ সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমান কাবুলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল৷ কিন্তু তালিবানের নতুন ‘ফতোয়ার’ পর আপাতত ভারত থেকে কোনও বিমান যাচ্ছে না৷
তালিবানের দখলে আফগানিস্তান চলে যেতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে৷ তল্পিতল্পা গুটিয়ে কাবুল বিমানবন্দরের দিকে রওনা দেন সেখানকার বাসিন্দারা৷ আফগান মিডিয়া টোলো নিউজের সৌজন্যে কাবুল বিমানবন্দরের একাধিক ফুটেজ ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়ায়৷ তাতে দেখা গিয়েছে, বাস টার্মিনাসের মতো থিকথিকে ভিড় বিমানবন্দরে৷ রানওয়েতে দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক বিমানগুলিতে ওঠার হিড়িক ছোট থেকে বড় সকলের৷ একটু জায়গা পেতে এক বিমান থেকে অন্য বিমানে দৌড়াচ্ছেন তাঁরা৷