আচ্ছা ধরুন আপনি সাঁতার (Swimming) জানেন না। তাহলে কি জলের কাছে যাবেন? যদিও বা যান তাহলে একটু ভয় তো করবেই তাই না। কিন্তু আপনি যদি ডুবতে চান তাহলেও যদি ডুবতে না পারেন? অবাক হচ্ছেন, ভাবছেন এবার কি অদ্ভুত কথা? তাহলে একটু খুলেই বলা যাক।
কোন সাগরে মানুষ ডোবে না?
* মৃত সাগর (Dead Sea)
* এই মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান (Jordan) এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে ইজরায়েল (Israel) ও প্যালেস্তাইন (Palestine)
* প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী প্রায় ২ মিলিয়ন বছর আগে উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে
* ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয়
* এই সাগরের অদ্ভুত বিষয় হল কেউ ডুবতে চাইলেও এখানে ডুবতে পারে না
আরও পড়ুন: Talk on Facts | Sleeping Problem | ঘুমের সমস্যায় ভুগছেন? জেনে নিন জরুরি তথ্য
* সাঁতার না জানা মানুষও ভেসে থাকে
* বৈজ্ঞানিক কারণ হিসাবে বলা হচ্ছে, জলে দ্রবীভূত নুনের পরিমাণ ৩৪ শতাংশ
যা সমুদ্রের জলের চেয়ে ৮.৬ গুণ বেশি
* যা জলটিকে পরিষ্কার জলের মতো অতটা হাল্কা রাখেনি, জলকে ভারী করে দিয়েছে
* আর তা এতটাই ভারী যে মানুষের দেহ তার চেয়ে হাল্কা
এই ধরনের ফ্যাক্ট আর ইনফর্মেশন আপনি টক অন ফ্যাক্টস না দেখলে জানতে পারবেন কী করে বলুন তো? আর আপনি কী কী ফ্যাক্ট আর ইনফর্মেশন জানতে চান সেটা যদি কমেন্ট করে না জানান তাহলে কী করে হবে বলুন তো?
তবে আজকে এখানেই শেষ। চোখ রাখতে হবে কলকাতা টিভি অনলাইন, ইউটিউব, ২টো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর এই শো-এর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে।