কাবুল: তালিবানের প্রতিশ্রুতি ভঙ্গের আরেক নমুনা৷ এবার শিশুদের অপহরণ করল তারা৷ বাঘলান প্রদেশ থেকে ২০ জন শিশুর অপহরণের খবর মিলেছে৷ অপহরণের নেপথ্যে অবশ্যই তালিবানরা৷ আফগানিস্তানের ক্ষমতা দখলের পর শান্তি ও ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছিল তারা৷ সেটা যে স্রেফ মুখের কথা ফের তার প্রমাণ মিলল৷
আফগানিস্তানের একাধিক মিডিয়া থেকে মিলেছে এই খবর৷ বেছে বেছে ওই ২০টি শিশুকে অপহরণ করার পিছনে তালিবানের অন্য উদ্দেশ্য রয়েছে৷ ওই শিশুদের বাবারা তালিবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে৷ এবং তাদের সঙ্গে লড়াইয়ে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে তালিবানের৷ তারই বদলা হিসেবে শিশুদের অপহরণ করেছে জঙ্গিরা৷ তাদের নিরস্ত্র করার উপায় হিসেবে শিশুদের টার্গেট করেছে তালিবরা৷ তালিবানের তরফে ওই যোদ্ধাদের কাছে বার্তা পাঠানো হয়েছে৷ বলা হয়েছে, অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করো৷
আরও পড়ুন: তালিবানি আতঙ্ক থেকে রক্ষা পেয়ে ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন আফগান মহিলার
১৫ অগস্ট কাবুলের পতনের পর দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আশরফ ঘানি৷ এখন আফগানিস্তানে সরকার গঠনে তৎপর তারা৷ অন্যদিকে ধীর গতিতে হলেও তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে আফগানিস্তানে৷ পঞ্জশিরের নেতার মাসুদ আজহারের নেতৃত্বে তালিবানকে চ্যালেঞ্জ জানাচ্ছে নর্দ্যান অ্যালায়েন্স৷
আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে চলল গুলি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৭
আফগানিস্তানের উত্তরে হিন্দুকুশ পর্বতের দুর্গম এলাকায় ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে তালিবান বিরোধী জোট৷ এই পঞ্জশির এলাকার ধারেকাছে এখনও ঘেঁষতে পারেনি তালিবান৷ তাদের লক্ষ্য ক্ষমতার পুনরুদ্ধার৷ লক্ষ্য তালিবানকে তাড়ানো৷