করোনা পরিস্থিতি মোকাবিলা করতে শ্রীলঙ্কায় চালু হয়ে গিয়েছে গণ টিকাকরণ। ইতিমধ্যেই সিনোফর্ম, অষ্ট্রজেনেকা এবং স্পুটনিক-ভি এই তিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে নাগরিকদের। আগামী সপ্তাহ থেকে এই তালিকায় যোগ হতে চলেছে জার্মান ভ্যাকসিন ফাইজার। তবে, তার আগেই টিকাকরণের গতি আরও বাড়াতে শুক্রবার চিনের থেকে বিপুল পরিমানে সিনোফর্ম ভ্যাকসিন আমদানি করল শ্রীলঙ্কা সরকার।
ওষুধ উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী জয়সুমনা জানিয়েছেন, শুক্রবার ভোরে শ্রীলঙ্কায় পৌঁছেছে চিনা ভ্যাকসিন সিনোফর্ম। যা ইতিমধ্যেই ফ্রিজের ট্রাকে করে স্বাস্থ্য মন্ত্রীর কাছে স্থানান্তর করা হয়েছে। ভ্যাকসিনগুলি বর্তমানে কলম্বোর কেন্দ্রীয় ভ্যাকসিন স্টোরে পৌঁছে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই শ্রীলঙ্কায় মোট ২.৫ লক্ষ নাগরিক সিনোফর্ম, অষ্ট্রজেনেকা এবং স্পুটনিক-ভি এর প্রথম ডোজ পেয়েছে। প্রতিমন্ত্রী জয়সুমনা জানিয়েছেন, আগামী সোমবার শ্রীলঙ্কায় পৌঁছবে জার্মান ভ্যাকসিন ফাইজার। এছাড়াও স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম ডোজে যারা অষ্ট্রজেনেকা ভ্যাকসিন নিয়েছেন, দ্বিতীয় ডোজ হিসেবে তাঁরা ফাইজার ভ্যাকসিন নিতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭,২২৫ জন।