ওয়েব ডেস্ক : মার্কিন কংগ্রেসে পাশ হল বহু চর্চিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল'(One Big Beautiful Bill)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বৃহস্পতিবার পাশ হয় এই বিল। ২১৮-২১৪ ব্যবধানে পাশ হয়ে গেল এই বিল। গোটা বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কাছে রাজনৈতিকভাবে বড় জয় হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। শুক্রবার এই বিলটিতে সই করবেন ট্রাম্প (Trump)। তার পর এটি আইনে পরিণত হবে।
বহু চর্চিত এই বিল নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্ক (Elon Musk)। যা নিয়ে জোর চর্চা হয়েছিল। অনেকে মনে করেছিলেন বিলটি পাশ করাতে সমস্যায় পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট। বিরোধী দল রিপাবলিকানরা এই বিলের বিরোধীতা করতে পারেন বলে অনুমান করা হয়েছিল। তবে বিরোধীদেরকে এই বিলের সমর্থনে ভোট দিতে রাজি করান মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন। যার ফলে এই বিল মাত্র চার ভোটের ব্যবধানে পাশ হয়ে যায়।
আরও খবর : ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি! রক্তাক্ত রাতের চিকাগো
এই বিল পাশের পর সোশাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) লিখেছেন, আমেরিকায় এই প্রথমবার পাশ হল এত বড় মাপের বিল। এর ফলে আমেরিকা আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আসা করেছেন তিনি।
উল্লেখ্য, এই বিলে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো, অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর পাশাপাশি কর হ্রাস ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কমানোর কথা বলা হয়েছিল। আর এই বিলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল মাস্ককে (Musk)। এর জেরে মার্কিন কংগ্রেস থেকে ইস্তফা দিতে হয়েছিল তাঁকে। অন্যদিকে, এই বিলটি মার্কিন নাগরিকদের কাছে দুর্ভোর কারণও হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। কারণ মার্কিন প্রেসিডেন্ট এই বিলের কারণে বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ কাটছাট করতে পারবেন।
দেখুন অন্য খবর :