নয়াদিল্লি: হলিউড হোক বা বলিউড (Bollywood) সৌন্দর্য্য বাড়াতে নিজের শরীরের ওপর ছুরি-কাঁচি চালিয়েছেন বহু অভিনেত্রী (Actress)। কেউবা বদলে ফেলেছেন নাক তো কেউ আবার চোখ। আবার অনেকেই অস্ত্রোপ্রচার (Plastic Surgery) করেছেন ঠোঁটে। কিন্তু পায়ের দৈর্ঘ্য বাড়াতে লক্ষ লক্ষ টাকার অস্ত্রোপচার এমন ঘটনা কেউ কস্মিনকালেও শুনেছেন বলে মনে করতে পারছেন না। হ্যাঁ, জার্মানির হামবার্গের ৩১ বছর বয়সী এক মডেল (Model), থেরেশিয়া ফিশার (Theresia Fischer) স্রেফ সোশ্যাল মিডিয়ায় তার পায়ের জন্য পরিচিত। লম্বা হওয়ার জন্য দেড় কোটি টাকা খরচ করে পায়ের অস্ত্রোপ্রচার করেছেন এই মডেল। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় দেড়লক্ষ।
মডেল হতে গেলে উচ্চতা বেশি হতে হবে এমনটাই প্রাথমিক শর্ত বলেই ধরা হয়। কিন্তু থেরেশিয়ার উচ্চতা তুলনায় কম ছিল। উচ্চতা নিয়ে তাঁকে অনেক অপমানিত হতে হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত তাঁকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তাতে অবশ্য থেরেশিয়ার প্রচারের আলোয় আসতে কোনও ব্যাঘাত ঘটেনি। সাফল্যের মুখ দেখলেও নিজের উচ্চতা নিয়ে একটা খারাপ লাগা কাজ করছিল তাঁর মনের মধ্যে। সেইকারণেই এই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ওই মডেল।
এই ধরনের অস্ত্রোপচার বেশ ঝুঁকিপূর্ণ, তা জানতেন থেরোশিয়া। জটিল অস্ত্রোপচারের পর থেরোশিয়ার পায়ের উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ৫.৫ ইঞ্চি। থেরোশিয়া এখন তাঁর উচ্চতা নিয়ে গর্ব করেন। অস্ত্রোপচারের সময়ে তাঁর পায়ে টেলিস্কোপিক রড ঢোকানো হয়। যার ফলে এখন তাঁর উচ্চতা ছয় ফুটেরও বেশি। শুধুমাত্র তাঁর পায়ের প্রেমে পড়ে থেরোশিয়ার প্রেমিকের সংখ্যা ৬। থেরোশিয়া জানিয়েছেন, পায়ের অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর উচ্চতা বৃদ্ধি পেয়েছে। উচ্চতার কারণে আত্মবিশ্বাসও ফিরে পেয়েছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও বেড়েছে বহুগুণে। জানা গিয়েছে, অস্ত্রোপচার বাবদ খরচ হয়েছে দেড় কোটি টাকা। থেরোশিয়া আশাবাদী, টাকা খরচ হলেও তিনি এখন আরও বেশি কাজ পাবেন এবং তাঁর উপার্জন আরও বাড়বে।