তাসখন্দ: মেয়েদের স্কুলে টানতে এবার হিজাব চালু করল স্কুল। এখন থেকে হিজাব পরেই স্কুলে আসতে পারবে তাঁরা। ঘটনাটি মধ্য এশিয়ার উজবেকিস্তানের।
উজবেকিস্তান দেশটির বেশিরভাগ মানুষই মুসলিম সম্প্রদায়ের। এতদিন হিজাব পরে স্কুলে আসা বন্ধ ছিল সেখানে। তাতে ধর্মভীরু মুসলিম পরিবার তাঁদের কন্যাদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয়। তাঁদের স্কুলমুখী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উজবেকিস্তানের শিক্ষামন্ত্রক।
মধ্য এশিয়ার দেশটি প্রায় তিন দশকেরও বেশি আগে স্বাধীনতা পেয়েছে। দেশটি ছিল সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ। স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে দেশের প্রধান ছিলেন ইসলাম করিমভ। ২০১৬ সালে এই স্বৈরাচারী শাসকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন শভকত মিরজিওভ। সেখান থেকে দেশটি কঠোর ইসলামিক রীতি থেকে সরে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই নিজেদের দাবি করে। সেখানকার শিক্ষামন্ত্রী শেরজোড শেরমাটোভ জানিয়েছেন, বহু অভিভাবক তাঁকে স্কুলে হিজাব চালু করার আবেদন জানিয়েছিলেন। তাঁদের কথা ভেবেই এই হিজাব চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য, এফআইআর দায়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবার বিরুদ্ধে
প্রত্যেক শিশুর সমানভাবে শিক্ষার অধিকার রয়েছে। সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই হিজাব পরে স্কুলে না আসার সিদ্ধান্ত থেকে সরল শিক্ষামন্ত্রক। তবে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত হিজাব পরতে হবে সে ব্যাপারে কিছুই স্পষ্ট করে বলা হয়নি। শুধু সাদা কিংবা যে কোনও হাল্কা রঙের হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে ছাত্রীদের।
আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে বেহাল স্বাস্থ্য, পাশে দাঁড়াল ‘হু’