The Kerala Story | লন্ডনেও বাতিল হল ‘দ্য কেরালা স্টোরি’!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Published By: শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
প্রকাশের সময় :
রবিবার, ১৪ মে, ২০২৩, ০৬:৪৬:৫৭ পিএম
/
১৬৯
বার খবরটি পড়া হয়েছে
শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
লন্ডন: এবার লন্ডনেও বাতিল হল ‘দ্য কেরালা স্টোরি’! সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক ঝড় উঠেছে দেশজুড়ে। ৫ মে ছবিটি ভারতে মুক্তি পেয়েছে। নয় দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) বাণিজ্যিকভাবে যথেষ্ট সফল। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি ২০০ টি পর্দায় মুক্তি পেয়েছে আমেরিকায় ও কানাডায়। অর্থাৎ বিতর্কিত এই ছবি রমরমিয়ে ব্যবসা করছে।
তবে, সিনেমাটি নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এই ছবি। বিশেষ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মানসিকতা ফুটে উঠেছে। এর বিরোধিতা করেছে কেরালা সরকার (Kerala Govt)। এই ছবি নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। ছবি মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তার শুনানি ১৫ মে। মুক্তির পরেই, যোগী আদিত্যনাথ এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করেছেন। ছবির প্রশংসাও করেছেন নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা-নেত্রীরা। পশ্চিমবঙ্গে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে, তামিলনাড়ুর হল মালিকরা সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে ‘কেরালা স্টোরি’ বিতর্কের আঁচ এবার পৌঁছে গেল বিদেশের মাটিতেও।
ব্রিটেনের সিনেমা হলগুলিতেও বাতিল করা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র শো। সিনেমাটি দেখতে চেয়ে আগে থেকে যারা টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের টাকা ফিরিয়ে দিচ্ছে ব্রিটেনের হলগুলি। তাদের মেল করে জানানো হয় সার্টিফিকেশন না পাওয়ায় শো বাতিল হয়েছে। জানা গিয়েছে, লন্ডনের প্রেক্ষাগৃহগুলিতে প্রায় ৯৫ শতাংশ আসন বুকিং হয়ে গিয়েছিল। উইকএন্ডে ‘দ্য কেরালা স্টোরি’-র জন্য আগে থেকেই হাউসফুল ছিল হলগুলি। তবে ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সিনেমাটি নিয়ে এখনও পর্যালোচনা চালাচ্ছেন। আর সেই কারণেই ব্রিটেনে ফিল্মটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে খুব তাড়াতাড়ি ব্রিটেনে মুক্তির জন্য ছাড়পত্র পেতে পারে।