কলকাতা টিভি ওয়েব ডেস্ক ঃ আগে ছিলেন মন্ত্রী আর এখন তিনি পিৎজা ডেলিভারি বয়। কার কথা বলছি বলুন তো? আফগান মন্ত্রী সৈয়দ আহমেদ সাদাতের। আফগানিস্তান ছেড়ে এখন জার্মানিতে গিয়ে পিৎজা ডেলিভারির কাজ করছেন প্রাক্তন মন্ত্রী।
আফগানিস্তানে তালিবানি হামলায় দেশ ছাড়ার হিড়িক পড়েছে সকলের। বাদ পড়েনি কেউই।এমনকি তালিবান শাসন এর হাত থেকে রক্ষা পেতে আগেভাগেই দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। কিন্তু তালিবান দের হাত থেকে বাঁচতে নয়। মন্ত্রিত্ব ত্যাগের পাশাপাশি ২০২০ সালেই ডিসেম্বরে দেশ ছেড়ে জার্মানিতে চলে যান আফগানিস্তানের প্রাক্তন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৈয়দ আহমেদ সাদাত।
وزير الاتصالات والتكنولوجيا الأفغاني السابق سيد أحمد سادات يلجأ لمهنة توصيل طلبات الطعام على متن دراجة هوائية في مدينة لايبزيغ الألمانية التي وصلها نهاية عام 2020، بعد تخليه عن منصبه pic.twitter.com/zfFERbqCmD
— قناة الجزيرة (@AJArabic) August 24, 2021
সৈয়দ আহমেদ সাদাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।এর পর দীর্ঘ ২৩ বছর ২০ টিরও বেশি কোম্পানিতে ১৩ টি দেশে কাজ করেছেন।২০০৫ সালে প্রথম আফগানিস্তানের তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী হিসেবে নির্বাচিত হন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আফগানিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে তিনি কাজ করেছেন। এমনকি লন্ডনের আরিয়ানা টেলিকম এই কোম্পানিতে দীর্ঘদিন সিইও হিসেবে ছিলেন।২০১৮ সালে সাদাত আশরাফ ঘানির ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নির্বাচিত হন। কিন্তু কাজের মধ্যে মন দিতে না পারায় ২০২০ সালে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে জার্মানিতে চলে যান।
এর পরেও ভাবছেন কেন তাঁকে পিৎজা ডেলিভারি করতে হচ্ছে কেন? কারণ পকেটে টান পড়েছে তাঁর।এ বিষয়ে আফগানিস্তানের প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন আফগানিস্তান ত্যাগ করার পর গত বছরই জার্মানিতে পৌঁছেছিলেন তিনি। অর্থ ফুরিয়ে যাওয়ার পরেই তিনি জার্মান কোম্পানি লিভ্রান্ডর হয়ে খাদ্য সরবরাহের কাজ শুরু করেন।
জার্মানিতে পিৎজা ডেলিভারি করছেন প্রাক্তন মন্ত্রী সৈয়দ আহমেদ সাদাত
আরও পড়ুন প্রয়াত তবলা বাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়
সেখানেই স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন তিনি। সম্প্রতি আল জাজিরা আরাবিয়ার টুইটার হ্যান্ডেল তাকে ডেলিভারি বয় হিসেবে দেখা যায়। সেখানে সাইকেল সমেত পিঠে খাবারের ব্যাগ নিয়ে খাবার ডেলিভারি করতে দেখা যাচ্ছে প্রাক্তন আফগান মন্ত্রীকে। যা নিয়ে বেশ হৈচৈ পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগাতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা
আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন, বর্তমানে যে হারে আফগানিস্তানে তালিবানি রাজ চলছে। এমনটা কখনও আশা করা যায়নি। এত তাড়াতাড়ি একটি সরকারের দ্রুত পতন সত্যিই দুঃখজনও। ১৫ ই আগস্ট কাবুল দখল করার পরে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট। দেশের মানুষদের কথা না ভেবে এভাবে তার দেশত্যাগ সত্যি অবিশ্বাস্যকর।
ছবি সৌজন্যে টুইটার