লন্ডন : সিনেমায় দেখা যায়, কোনও দুষ্প্রাপ্য জিনিস পাওয়ার জন্য শয়তানের শরণাপন্ন হচ্ছে সাধারণ মানুষ। তাঁর জন্য যজ্ঞ করে, বলি দিয়ে শয়তানকে তুষ্ট করে অসাধ্য সাধন করছেন তারা। সেই সব সিনেমার অনুপ্রেরণায় এবার বাস্তবেও ঘটল এক মর্মান্তিক ঘটনা। নিজের দুই দিদিকে শয়তানের উদ্দেশে বলি দিল তাঁদের ভাই। পুলিশের হাতে ধরা পড়ার পর তার ৩৫ বছরের কারাদণ্ড হয়।
লটারি জেতার জন্য শয়তানের সঙ্গে চুক্তি করেছিল ড্যানিয়েল হুসেন (১৯)। শর্ত হিসাবে ছিল, ৬ মাসের মধ্যে ৬ জনকে হত্যা করবে ড্যানিয়েল। তারপর শুরু হয় তার হত্যালীলা। লক্ষ্য হিসাবে বেছে নেয় নিজেরই ২ দিদিকে। ড্যানিয়েলের বিশ্বাস ছিল যে, এই চুক্তি সম্পন্ন করতে পারলে শয়তানের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ড্যানিয়েল তার দুই দিদি বিবা হেনরি এবং নিকোল স্মলম্যানকে লন্ডন পার্কে নিয়ে যায়। সেদিন বিবা হেনরির জন্মদিন ছিল। ওই পার্কে তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুরা এসে উপস্থিত হওয়ার আগেই হুসেন তার দুই দিদিকে হত্যা করে। এরপর শয়তানের সঙ্গে চুক্তি করে নিজের রক্ত দিয়ে সাক্ষর করে হুসেন লেখে, আগামী ৬ মাসে সে আরও ৬টি বলিদান দেবে বলে শয়তানকে প্রতিশ্রুতি দেয় সে। লন্ডন পুলিশ এই ঘটনার তদন্ত ড্যানিয়েলকে গ্রেফতার করে। পুলিশ জানায়, হুসেন অত্যন্ত বিপদজনক, অহংকারী এবং হিংস্র প্রকৃতির। এই হত্যার জন্য তার কোনও অনুশোচনা নেই, নিজ মুখেই এই কথা স্বীকার করেছে ড্যানিয়েল। পুলিশের তরফে জানানোও হয়, বিবার শরীরে ৮ বার এবং নিকোলের দেহে ২৮ বার ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁদের খুন করার সময় ড্যানিয়েল নিজেও জখম হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর সে মৃতদেহগুলিকে একটি বনভূমির মধ্যে লুকিয়ে রাখে। এই হত্যার অপরাধে ড্যানিয়েলের ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পরিদর্শক মারিয়া গ্রীন বলেছেন, দীর্ঘ ৩৫ বছর কারাগারে থাকার ফলে বিভা এবং নিকোলের প্রিয়জনরা কিছুটা স্বস্তি পাবে।
আরও পড়ুন : পাবে যাওয়ার পথেই লন্ডনের পার্কে খুন শিক্ষিকা, গ্রেফতার ১