কাবুল: চলমান আফগানিস্তান পরিস্থিতিতে নয়া মোড়। অদূর ভবিষ্যতে পঞ্জশিরে বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তির পথে হাঁটতে পারে তালিবান। বুধবার এমনটাই জানালেন তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘’আমরা পঞ্জশিরের বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিস্থাপনে আগ্রহী। সেই পক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই উপত্যকার প্রভাবশালী ব্যক্তি, জিহাদি কমাণ্ডার ও স্থানীয়দের সঙ্গে আলোচনার চেষ্টা করা হচ্ছে। আমি প্রবল আত্মবিশ্বাসী আগামী দিনে বিনা যুদ্ধেই পঞ্জশির সমস্যার সমাধান সম্ভব। ‘’ আর তালিবান মুখপত্রের এই মন্তব্যের থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। পঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধের মুখে পড়েই কি তবে কৌশল বদলের ভাবনা চিন্তা করছে কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীটি। উঠে আসছে প্রশ্ন।
আরও পড়ুন: আফগান নাগরিকদের দেশ ছাড়ার বিষয়ে তালিবানদের সঙ্গে আলোচনায় বসতে চায় জি ৭
উল্লেখ্য, গত সপ্তাহে কাবুলের দখল নেয় তালিবান। গোটা দেশে নিজেদের প্রভুত্ব কায়েম করলেও এখনও পর্যন্ত কট্টর ইসালমি গোষ্ঠীটির কাছে মাথা নত করেনি পঞ্জশির। তালিবানি আগ্রাসন প্রতিহত করতে ইতিমধ্যে পাল্টা প্রতিরোধের ডাক দিয়েছেন আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। তাঁর পাশে দাঁড়িয়েছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। এই দুই নেতার নেতৃত্বাধীন বাহিনীর কাছে বাধা পেয়ে প্রাপ্ত হওয়ায় এখনও পর্যন্ত আফগানিস্তানের উত্তরাংশের এই প্রদেশে প্রবেশ করতে পারেনি তালিবান। গত কয়েকদিনে দুই বাহিনীর মধ্যে লড়াইও হয়েছে ব্যপক। তালিবানিদের থেকে সামরিক শক্তিতে অপেক্ষাকৃত দুর্বল হলেও এক ইঞ্চিও জমি ছাড়েনি নর্দার্ন অ্যালায়েন্সের যোদ্ধারা। যারফলে পঞ্জশিরের দরজায় পৌঁছেও পিছু হঠতে হয়েছে কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীকে।
আরও পড়ুন: আর্থিক নয়ছয়ের অভিযোগে আশরফ ঘানির বিরুদ্ধে সরব মার্কিন সেনেটর
অন্যদিকে, ক্ষমতা দখলের এক সপ্তাহের ওপর পেরিয়ে গেছে। তবুও এখনও পর্যন্ত সরকার গঠন করতে না পারায় অন্দরে অস্বস্তির মুখে পড়তে হচ্ছে মোল্লা বারাদরদের। এমন পরিস্থিতিতে ঘরের ভেতর ফের বিদ্রোহ মেনে নিতে চাইছে না তালিবান। তাই বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার পথে হেঁটেই আফগানিস্তানে নিজেদের প্রভুত্ব বজায় রাখতে চায় কট্টরপন্থী গোষ্ঠীটি। এমনটাই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিকমহল।