কাবুল: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর উল্লাসে ফেটে পড়ল তালিবান। বুধবার কাবুলের রাস্তায় দাপিয়ে বেড়ালো কট্টরপন্থী ইসলামিক জঙ্গি গোষ্ঠীটি।
মার্কিন সেনা ফেলে যাওয়া সাঁজোয়া গাড়ি বন্ধু কামান নিয়ে রাস্তায় বিমানবন্দরে সর্বত্র চড়ে বেড়ালো জঙ্গিরা। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই আকাশের গুলি ছোড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল তালিবান। সেই দৃশ্য গোটা পৃথিবী সংবাদমাধ্যমে পরিবেশিত হয়।
বেশকিছু ফুটেছে দেখা গিয়েছে, কাবুল বিমানবন্দরে আমেরিকার ফেলে যাওয়া বিমান হেলিকপ্টারে তালিবানদের চড়ে থাকতে।
আরও পড়ুন: আফগানিস্তান ক্রিকেট টিমকে টেস্ট ম্যাচ খেলার অনুমতি দিল তালিবান
সম্প্রতি কান্দাহারের অপরদিকে ব্ল্যাক হক হেলিকপ্টারকে উড়তে দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা তালিবানদের যেহেতু যোগ্য বিমান চালনায় পারদর্শী কেউ নেই তাই কোনও আফগান পাইলট হেলিকপ্টারটি উড়িয়েছিল।
উল্লেখ্য, গত পনেরোই আগস্ট কাবুলের ক্ষমতা দখল করে তালিবান। তারপরেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে আফগানিস্তানে।
আরও পড়ুন: জঙ্গি তালিবানের সঙ্গে ভারতের বৈঠক নিয়ে প্রশ্ন ওমরের
গত দুই সপ্তাহে লাগাতার হিংসা ধারাবাহিক বিস্ফোরণে জেরে বহু প্রাণহানি হয়। শুধু তালিবানি নয়। সন্ত্রাসের মাধ্যমে উঠে আসে আইসিস খোরাসানের নাম। এমন অবস্থায় ভারত-আমেরিকা সহ বহু দেশ নিজেদের কূটনীতিক, নাগরিক ও আফগানদের নিজেদের দেশেই ফিরিয়ে নিয়ে যায়। সেই সময় সীমা ছিল গতকাল ৩১ অগাস্ট পর্যন্ত। সেই সময় সীমার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার করলে বড়সড় হামলার হুমকি দিয়েছিল তালিবান। সেই ঝুঁকি নিতে চায়নি আমেরিকা।
বুধবার দীর্ঘ দু’ দশক পর বিদেশি মুক্ত হল আফগানিস্তান। সেই ফেলে যাওয়া মার্কিনী অস্ত্রে সজ্জিত হয়ে শক্তি প্রদর্শন করল তালিবান।