নয়াদিল্লি ও কাবুলঃ কান্দাহারে ভারতীয় দূতাবাসে তল্লাশি চালায় তালিবানরা। বিশেষ তথ্যের খোঁজেই তল্লাশি চালায় বলেই মনে করা হচ্ছে। তবে তালিবানরা কোনও রকম তথ্য হাতাতে পারেনি বলেই নয়া দিল্লির তরফে জানানো হয়েছে। ঘটনার পিছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদত রয়েছে বলেই সূত্রের খবর।
গত বুধবার তল্লাশি চালিয়ে যেসব তথ্য তালিবানরা হাতানোর চেষ্টা করেছিল সেই সমস্ত তথ্য সুরক্ষিত ভাবেই নয়া দিল্লিতে নিয়ে আসা হয়েছে। এবং বাদ বাকি যেসমস্ত নথি আনা সম্ভব হয়নি সেই সমস্ত নথিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ নিয়ে চিন্তার কোনও কারন নেই বলেই বিদেশ মন্ত্রক সুত্রে খবর। পাশাপাশি ভারতীয় দুতাবাস থেকেও সরিয়ে নেওয়া হয়েছে পতাকা।
গত ১৫ অগস্ট আফগানিস্তান দখলের পর দ্রুত সরকার গঠনে মরিয়া হয়ে উঠেছে তালিবানরা। তাই, কাবুলে একের পর এক গোপন বৈঠক চলছে। ইতিমধ্যেই দোহা তালিবান সংগঠনের আনাস হাক্কানি ও তার ভাই সারাজুদিন্দ হক্কানি-সহ তিন সদস্যের দল কাবুলে প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাইকমিশন ন্যাশনাল রিকনসিলেশনের আব্দুল্লাহ আব্দুল্লাহ-র সঙ্গে বৈঠক সেরেছেন।
আরও পড়ুন তালিবানের আফগানিস্তান দখল, নাম না করে পাকিস্তানকে নিশানা জয়শঙ্করের
এই বৈঠকে আপার হাউজের প্রতিনিধি ফসল হাইদ মুসলিময়ার ও প্রেসিডেন্ট দফতরের মুখ্যকর্মী হামিদ কারজাই করিম খুররমও উপস্থিত ছিলেন। তবে, এই বৈঠকের বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনভাবেই আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি, খবর লেখা পর্যন্ত বৈঠকের বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। একাধিক বৈঠক চলার বিষয়ে মুখ খুললেও তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তানের আসন্ন সরকারের রীতিনীতি কী হবে সে বিষয়ে কিছুই বলেননি।