কাবুল: আফগানিস্তানে ক্রমে নিজের স্বরূপ প্রকাশ করছে তালিবান (Taliban)। এবার সংবাদকর্মীদের উপর নেমে এল জেহাদিদের খাঁড়া। টোলো নিউজ রিপোর্টার জিয়ার ইয়াদকে বেধড়ক মারধর করল তালিবান। দারিদ্র্য ও বেকারত্ব নিয়ে খবর করায় তালিবান রোষের মুখে পড়েন জিয়ার। এর পরই বেধড়ক মারধর তরুণ সাংবাদিককে। অগস্টের শুরুতে তুফানি ওমারি নামে এক সাংবাদিককে হত্যা করে তালিবান জঙ্গিরা।
টোলো নিউজের তরফে বৃহস্পতিবার সকালে টুইট করে জানানো হয়, তাদের চ্যানেলের সাংবাদিক জাইর ইয়াদ খান ও তাঁর ক্যামেরাম্যানকে হাজি ইয়াকুব অঞ্চলে দরিদ্রতা, বেকারত্ব নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন। সেই সময়ই তাদের আটক করে তালিবান। পরিচয় পত্র দেখার পর বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছে তালিবান। সাংবাদিক নিগ্রহের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে তালিবান।
Taliban said they are making a "serious" investigation into the incident. #Afghanistan
— TOLOnews (@TOLOnews) August 26, 2021