ফ্লোরিডা: এক অভূতপূর্ব পদক্ষেপ। নজির সৃষ্টি হল মহাকাশের ইতিহাসে। স্পেস এক্স ইন্সপিরেশন ৪ (Space -X Inspiration -4) নামে মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে ফিরে এল ভূপৃষ্ঠে। এতে ছিলেন ৪ পর্যটক। যা ইতিহাসে প্রথম। কোনও মহাকাশযাত্রী ছাড়াই সাধারণ চার মানুষ সফলভাবে ঘুরে এলেন পৃথিবীর কক্ষপথ থেকে।
তিনদিনের এই মহাকাশ ভ্রমণের আয়োজন করেছিলেন ইলন মাস্ক ও তাঁর সংস্থা স্পেস এক্স। শনিবার অভিযান শেষে আটলান্টিকের ফ্লোরিডা উপকূলে ফিরে আসেন অভিযাত্রীরা। শনিবার, স্থানীয় সময় সন্ধে ৭ টায় ওই ৪ জন মহাকাশযান থেকে প্যারাসুটের মাধ্যমে সমুদ্রে অবতরণ করেন। সেখান থেকে তাঁদের ভেসেলে করে নিয়ে আসা হয় সমুদ্রের তীরে।
আরও পড়ুন: আগামী ৫ বছরে এনএইচএআই’র আয় বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ৪০ কোটি, দাবি গড়কড়ির
Space -x এর যানের ভেতরে অভিযাত্রীরা
১৬ সেপ্টেম্বর সকালে এটি মহাকাশে পাড়ি জমিয়েছিল। এই তিনদিনে মহাকাশযানটি পাড়ি দিয়েছে ৫৯০ কিলোমিটার পথ। পৃথিবীকে প্রদক্ষিণ করেছে ৯০ বার। এই অভিযানে ৪ পর্যটকদের মধ্যে ছিলেন, আমেরিকার জ্যারেড আইজ্যাকম্যান, জয়ী হ্যালে আরসেনক্স, সিয়ন প্রোক্টর ও ক্রিস সেমব্রোস্কি। তাঁদের ফিরে আসার সমস্ত ভিডিও স্পেস এক্সের ইউ টিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয়েছে। এই সফল অভিযানের ফলে এবার থেকে টাকা খরচ করলেই মিলবে মহাকাশযাত্রী হওয়ার সুযোগ।
Splashdown! Welcome back to planet Earth, @Inspiration4x! pic.twitter.com/94yLjMBqWt
— SpaceX (@SpaceX) September 18, 2021
আরও পড়ুন: উৎসবের মরশুমে খুলে গেল কেদার-বদ্রী, বুকিংয়ের হিড়িক