লাহোর: আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। প্রাণে বাঁচার তাগিদে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। চরমপন্থী ইসলামি গোষ্ঠী তালিবানের ছায়া এ বার পাকিস্তানে। পাকিস্তানের চরমপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি-র দুই সদস্যের বিরুদ্ধে অষ্টাদশ শতকের শিখ শাসক মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তিটি ভাঙচুরের অভিযোগ উঠল। মঙ্গলবার লাহোর দুর্গের বাইরে থাকা মূর্তিটি ভাঙচুর করা হয়েছে। ২০১৯ সাল থেকে এই নিয়ে তিনবার এই মূর্তিটি ভাঙা হল।
আরও পড়ুন: গণেশ মন্দির ভাঙার ঘটনায় পাক কূটনীতিককে ডেকে পাঠাল ভারত
মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের সদস্য। এই সংগঠনকে কয়েক মাস আগে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ইমরান খান সরকার। মূর্তি ভাঙার ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। তাতে দেখা যাচ্ছে, রঞ্জিত সিং-এর মূর্তিতে বারংবার আঘাত করা হচ্ছে। হাত দিয়েই ঘুষি মারছে অভিযুক্তরা। তবে মূর্তিটির বড় ক্ষতি করার আগেই দর্শনার্থীরা এক অভিযুক্তকে ধরে ফেলে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
লাহোরেই মৃত্যু হয়েছিল শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা রঞ্জিত সিং-এর। ৪০ বছর ধরে পঞ্জাবের শাসন ক্ষমতায় ছিলেন তিনি। তাঁর ১৮০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালের জুন মাসে লাহোর ফোর্টের বাইরে ব্রোঞ্জের তৈরি ৯ ফুটের মূর্তিটি স্থাপন করা হয়েছিল। মূর্তিটি উন্মোচনের মাত্র দুমাসের মধ্যেই সেটি ভাঙা হয়েছিল। দুজনকে গ্রেফতারও করা হয়। ২০২০-র ডিসেম্বরে আরও একবার মূর্তি ভাঙা হয়।
আরও পড়ুন: কাবুল থেকে ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মীকে সরানো হয়েছে: বিদেশ মন্ত্রক
মূর্তি ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী টুইটে লিখেছেন, লাহোরে মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও টুইটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, পাকিস্তান এ ধরনের হামলা রোধে তার দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা পাকিস্তান সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
The Pakistani state has completely failed in its duty to prevent such attacks. We call upon Pakistan Govt to ensure the safety, security & well-being of its minority communities: @MEAIndia on vandalism of Maharaja Ranjit Singh's statue in Lahore
— PB-SHABD (@PBSHABD) August 17, 2021
We have seen disturbing reports in media about vandalization of the statue of Maharaja Ranjit Singh in Lahore today. This is the third such incident wherein the statue has been vandalized since it was unveiled in 2019: MEA Spokesperson Arindam Bagchi @MEAIndia
(File Pic) pic.twitter.com/Hmos1INJtT
— PB-SHABD (@PBSHABD) August 17, 2021