কলকাতা: মা হওয়ার পর পর্দায় ফিরছেন বলিউড (Bollywood) অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ওটিটি জগতে ডেবিউ করতে চলেছেন তিনি। তাঁকে দেখা যাবে ‘ব্লাইন্ড’ ছবিতে। এর মধ্যেই সোজা ব্রিটেনের প্রধানমন্ত্রী বাসভবনে যাওয়ার আমন্ত্রণ পেলেন অভিনেত্রী। ১০ ডাউনিং স্ট্রিটে ঋষি সুনকের (Rishi Sunaks) বাসভবনে অনুষ্ঠিত হওয়া ‘ইন্ডিয়া-ইউকে’তে যাওয়ার জন্য ডাক পেলেন সোনম।
জানা যাচ্ছে, ২৬ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ফ্ল্যাগশিপ ইভেন্টে। ওই অনুষ্ঠানে বিশ্বে ভারতীয় সংস্কৃতির প্রভাব, সম্পর্কিত বিষয়ে মত প্রকাশ করবেন অভিনেত্রী। কিছুদিন আগেই উইন্ডসর রাজপ্রাসাদে রাজা চার্লসের সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন অভিনেত্রী। বিশ্বের নামী তারকাদের মাঝে জায়গা করে নিয়েছিলেন অনিল কন্যা।
আরও পড়ুন:Raj Chakraborty | Abar Proloy | আসছে ‘আবার প্রলয়’, সাবধান
উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ অহুজাকে বিয়ে করেন সোনম। মুম্বইয়ে বসেছিল সোনমের বিয়ের আসর। তারপর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই স্বামী আনন্দের সঙ্গে থাকতেন তিনি। এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে দীর্ঘ বিরতি নেন সোনম। গত বছর ২০ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর ‘ব্লাইন্ড’-এর মাধ্যমে কাজে ফিরছেন তিনি। বলিউডসূত্রের খবর, জিও সিনেমায় ৭ জুলাই মুক্তি পাবে এই ছবি। সোম মাখিজা পরিচালিত এই ছবিতে সোনমের কপূরের পাশাপাশি অভিনয় করেছেন পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে এবং শুভম সরফ সহ বলিউডের একাধিক পরিচিত মুখ। ২০২০ সালে নেটফ্লিক্সের ‘একে ভার্সেস একে’-তে শেষ দেখা গিয়েছিল সোনমকে।