ব্রাসেলস: মায়ের (Mother) সঙ্গে ঝগড়ার থেকে রাগের সৃষ্টি! আর সেই রাগের বশে মাকে খুন করল ছেলে (Son)। শুধু খুনই নয়, খুনের (Killed) পর মায়ের দেহ টুকরো-টুকরো করে কেটে দীর্ঘদিন ঘরেই সংরক্ষণ করে রেখেছিল ছেলে। পরে সেটি খালে ফেলে দিয়েছিল। তদন্তে নেমে পুলিশ (Police) ঘরে ফ্রিজের ভিতর থেকে মহিলার কাটা হাত, পা উদ্ধার করে। নদী থেকে উদ্ধার করে কাটা মুণ্ড ও টুকরো-টুকরো দেহাংশ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে (Belgium)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল গত ১০ জুলাই। বেলজিয়ামের লিয়েজি অঞ্চলের সেরাইং শহরের বাসিন্দা ওই মহিলা দুই সন্তান এবং নাতির সঙ্গে থাকতেন। কিন্তু, প্রায়ই মা ও ছেলের মধ্যে ঝামেলা হল। সেই ঝামেলার জন্যই ছেলে মাকে খুন করে বলে অভিযোগ। ১০ জুলাই রাতে ফাঁকা ঘর থাকার সুযোগে জাভেনতেম তার মাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তারপর তাঁর দেহ টুকরো-টুকরো করে ঘরেই ফ্রিজের ভিতর রেখে দিয়েছিল। যদিও ঘটনাটি প্রথমে কাক-পক্ষীও টের পায়নি। কয়েকদিন পর প্রতিবেশীরা জাভেনতামের ঘর দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন।
আরও পড়ুন:Dengue | ডেঙ্গির পজেটিভ স্যাম্পেল পাঠাতে হবে ICMR-NICED, নয়া নির্দেশ আই হাসপাতাল কর্তৃপক্ষের
পুলিশ জানায়, ওই মহিলার টুকরো-টুকরো দেহ উদ্ধার হয়েছে। তবে তাঁর নখ, গয়না, দেহের ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত জাভেনতেম দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। যদিও শেষরক্ষা হয়নি। ব্রাসেলস বিমানবন্দরের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর মাকে খুনের কথা স্বীকার করেছে জাভেনতেম।