কাঠমান্ডু: নেপালে (Nepal) ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident)। মৃত্যু ৬ ভারতীয় তীর্থযাত্রীর (Pilgrims)। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একাধিক যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ নেপালের বারা জেলার দক্ষিণাঞ্চলে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কাঠমাণ্ডু (Kathmandu) থেকে রওনা দিয়েছিল তীর্থযাত্রী বোঝাই বাসটি। জনকপুরের (Janakpur) দিকে যাওয়ার কথা ছিল বাসটির। কিন্তু আচমকাই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় পাথরে ধাক্কা মারে। একেবারে ৫০ মিটার নীচে একটি নদীর ধারে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি। চালক, সহকারী ও যাত্রী মিলিয়ে মোট ২৭ জন ছিলেন ওই বাসে। ঘটনাস্থলেই তিনজন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়। পরে চিকিৎসা চলাকালীন প্রাণ হারান বাকি তিনজন।
আরও পড়ুন:ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৫, আহত ৬
এই দুর্ঘটনায় আপাতত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে ছ’জনই ভারতের নাগরিক। সকলেই রাজস্থানের বাসিন্দা। তীর্থ করতেই তাঁরা নেপালে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেপালের এক নাগরিকেরও। গুরুতর আহত হয়েছেন বাসে থাকা ১৯ যাত্রী। সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। বাসে কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই কি দুর্ঘটনা, উত্তর খুঁজছে পুলিশ।