ফ্রিটাউন : দাউদাউ করে জ্বলছে আগুন। ট্যাঙ্কার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু কমপক্ষে ৮৪ জনের। শুক্রবার এই ঘটনাটি ঘটে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে।
ঘটনায় আহত বেশ কয়েকজন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে লিওনের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তরফে। জানা গেছে গতকাল জ্বালানিবাহী ট্রাক ওয়েলিংটনের বাই বুরেহ রোডের দিক থেকে আসছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। ধাক্কা মারে জ্বালানিবাহী ট্রাকটিকে। ট্রাকটির সাথে সংঘর্ষে রাস্তার মাঝেই উল্টে যায় জ্বালানিবাহী ওই ট্রাকটি। এরপরেই ঘটে দুর্ঘটনা। ট্রাক থেকে জ্বালানি তেল পরে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মারা যান ৮৪ জন মানুষ। আহত হয়েছে অনেকেই। তাঁদের অবস্থাও শোচনীয়।
আরও পড়ুন পাকিস্তানে হিন্দুদের দীপাবলি উদযাপন
বিস্ফোরণের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখানে যাচ্ছে শতাধিক মানুষের আর্তনাদ। বাঁচার চেষ্টা। এবং সেইসঙ্গে দমকল কর্মীদের ছোটাছুটি। আগুন নেভানোর চেষ্টায় হাত লাগিয়েছেন সকলকেই।