ঢাকা: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) এবং তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দেশের দুর্নীতি দমন কমিশন। একইসঙ্গে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের (India) সঙ্গে আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছে দেশের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের (Interim Government) প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানিয়েছেন, “হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা ভারতের কাছে তাঁর প্রত্যর্পণ দাবি করব। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।”
এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মহম্মদ আখতারুল ইসলাম এক সংবাদ বিবৃতিতে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর পুত্রের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। যদিও এর আগে, হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ন’টি প্রকল্পে মোট ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির অভিযোগের তদন্তও এখন চলছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দু’মাসে ৬০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ! সম্প্রতি জানাল ইউনুস সরকার
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশের গণবিক্ষোভের জেরে হাসিনার সরকারের পতন ঘটে। এরপর তিনি এবং তাঁর বোন শেখ রেহানা ঢাকা ছেড়ে ভারতে চলে আসেন। ৮ আগস্ট থেকে মহম্মদ ইউনুসের (Mohammed Yunus) নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে। বিশ্লেষকরা মনে করছেন, এই তদন্ত এবং প্রত্যর্পণের দাবির ফলে হাসিনা এবং তাঁর পরিবারের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়বে। অন্যদিকে, এক্ষেত্রে ভারতের ভূমিকা কী হবে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
দেখুন আরও খবর:
The post আড়াই হাজার কোটি টাকা পাচার! হাসিনার বিরুদ্ধে শুরু তদন্ত first appeared on KolkataTV.
The post আড়াই হাজার কোটি টাকা পাচার! হাসিনার বিরুদ্ধে শুরু তদন্ত appeared first on KolkataTV.