ওয়েব ডেস্ক : ভারতের বিরুদ্ধে ফের বিষ ছড়ানোর অভিযোগ উঠল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের () বিরুদ্ধে। অপারেশন সিঁদুরকে (Operation Sindoor) ‘অপ্রীতিকর’ এবং ‘বেপরোয়া আক্রমণ’ বলে জানিয়েছেন তিনি। তা করে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছে ভারত. এক সম্মেলনে যোগ দিয়ে ভারতকে এমনভাবে আক্রমণ করলেন পাক প্রধানমন্ত্রী শরিফ (Shehbaz Sharif)।
সম্প্রতি আজারবাইজানে ইকোনমিক কো-আপারেশন অর্গানাইজেশন সম্মলনে থেকে পাক প্রধানমন্ত্রী বলেছেন, পহেলগাম হামলা দুর্ভাগ্যজনক। কিন্তু পাকিস্তানের উপর ভারত যে হামলা চালিয়েছে তা অপ্রীতিকর ও বেপরোয়া। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত প্রাদেশিক শান্তি নষ্ট করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত, ভারতের হামলার পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল আজারবাইজান। আর সেখান থেকেই ভারতকে আক্রমণ করেছেন তিনি।
আরও খবর: আমেরিকায় গ্রেফতার নেহাল মোদি! প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে ভারত
তবে পাকিস্তান (Pakistan) থেকে আসা জঙ্গিদের হাতে ভারতের নিরীহ ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল তা একবারও উল্লেখ করেননি শাহবাজ (Shehbaz Sharif)। পাকিস্তান যে বিশ্ব জঙ্গিদের ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে সেটাও উল্লেখ করেননি তিনি। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর এক সাক্ষাৎকারে পাকিস্তানের মন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, তারা ৩০ বছর ধরে পাকিস্তানে (Pakistan) জঙ্গিদের লালন পোষণ করছে। সে কথা উঠে আসে পাক প্রধানমন্ত্রীর মুখে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল টিআরএফের চার জঙ্গিদের হাতে পহালগামে মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের। সেই হামলার জবাবে ৭ মে, পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের ন’টি জঙ্গিঘাঁটি সহ একাধিক সামরিক বায়ুসেনা ঘাঁটি হামলা চালিয়েছিল। এর পাল্টা হামলা চালিয়েও ব্যর্থ হয় পাকিস্তান। ভারতীয় সেনার হামলায় ১০০ জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তবে শেষমেশ সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত।
দেখুন অন্য খবর: