ওয়েবডেস্ক- ভারতের পালটা প্রত্যাঘাতে বেসামাল পাকিস্তান (Pakistan)। । কি করবে, আর কি করবে না কিছুই বুঝতে পারছে না। এই অবস্থায় সামরিক বাহিনীতে বড়সড় পরিবর্তন। আসিফ মুনিরের (Asif Munir) বদলে নয়া সেনা প্রধান হলেন সামশাদ মির্জা (Shamshad Mirza)। আগে তিনি আইএসআই ও জিএইচকিউ-তে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। যুদ্ধ পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা ও কঠোর মনোভাবকে প্রাধান্য দিয়েই তাঁকে শীর্ষ নেতৃত্বের আসনে বসানো হল।
আরও পড়ুন- সাবধান পাকিস্তান! সক্রিয় ভারতীয় রণতরী
ইমরান খান সমর্থিত আন্দোলন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং তালিবান হুমকি সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি সব দিকেই করুণ। তার মধ্যে যুদ্ধে আবহে এই দেশের ভবিষ্যত কি হবে, তার ঠিক নেই। বিশেষজ্ঞদের কথায়, সামরিক নেতৃত্বে এই পরিবর্তন ভবিষ্যতের পাকিস্তানের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে।
দেখুন আরও খবর-