‘সেক্স এন্ড দ্য সিটি’ খ্যাত হলিউড অভিনেতা উইলি গার্সন মারা গেলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন উলের পুত্র নাথেন গর্সন। জনপ্রিয় অভিনেতার একটি ছবি পোস্ট করে নাথেন লিখেছেন,’আমি তোমাকে অনেক ভালবাসি বাবা। তুমি শান্তিতে ঘুমাও। আমি সত্যিই তোমার জন্য খুব গর্বিত।
আরও পড়ুন: মুখোমুখি তিন নোবেলজয়ী
আমি খুব আনন্দিত এইজন্য যে তুমি সমস্ত অ্যাডভেঞ্চার আমার সঙ্গে শেয়ার করেছো। তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। তুমি জেনে রেখো তুমি যতটা জানো,তার থেকেও বেশি আমি তোমাকে ভালোবাসি’।৮ এবং ৯ এর দশকে টেলিভিশন অনুষ্ঠানে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন কমেডি ড্রামা সিরিজ ‘সেক্স এন্ড দ্য সিটি’ তে স্টানফোর্ড চরিত্রে অভিনয় করে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। এই চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক দর্শকদেরও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন। পরবর্তীকালে ওই একই নামের ছবিতে ওই চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।
আরও পড়ুন: ‘জেমস বন্ড’কে বিদায় ড্যানিয়েলের
তিনি ৭৫ টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন। তিনশোর বেশি টেলিভিশন এপিসোডে কাজ করেছেন। তিনি ছিলেন ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তার উল্লেখযোগ্য টিভি সিরিজগুলি হল, ‘মিস্টার বেলভেডার’ , ‘কোয়ান্টাম লিপ’, ‘মাই টু ড্যাডিস’, ‘কোচ’, ‘গার্ল মিটস ওয়ার্ল্ড’,’ স্পেশাল ইউনিট ২’, ‘জাস্ট শ্যুট মি’ ইত্যাদি।
‘সেক্স এন্ড দ্য সিটি’