নয়াদিল্লি: জলবায়ুর পরিবর্তন হচ্ছে। কোথাও খরা, কোথাও প্রবল বৃষ্টি। যা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। অ্যামাজন রেইনফরেস্টে (Amazon rainforest) দুই বছরের তীব্র খরার (Drought) কারণে নদী শুকিয়ে যাচ্ছে। অথচ যোগাযোগের মাধ্যম নৌকা। অল্প জলে নৌকা না চলায় যোগাযোগের একমাত্র মাধ্যমটিও থাকছে না। অসুস্থ হলে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হচ্ছে না। স্কুলে যাওয়া হচ্ছে না। সময়মতো মিলছে না খাবার। অ্যামাজনে প্রায় ৫ লক্ষ শিশু (children) পানীয় জল ও খাবারের ঘাটতিতে বা স্কুলে যেতে পারছে না। জলবায়ু সঙ্কটের কারণে অল্প বৃষ্টি ও চরম তাপের কারণে পৃথিবীর সবচেয়ে আর্দ্র অঞ্চলের নদীগুলিতে নৌকো দিয়ে পাড়ি দেওয়া যাচ্ছে না। অ্যামাজনে ১৭০০ টির বেশি স্কুল এবং ৭৬০টি স্বাস্থ্যকেন্দ্র দুর্গম বা নাগালের বাইরে হয়ে যাওয়ায় শিশুরা এর প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছে।
ইউনিসেফের (Unicef) এক ম্যানেজার আন্তোনিও মারো বলেন, সবচেয়ে প্রত্যন্ত সম্প্রদায়ের জন্য এটি সত্যিই একটি জীবন-হুমকিপূর্ণ পরিস্থিতি। শিশুরা ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া এবং অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর কোনও উপায় নেই। জঙ্গলে গাছ কাটা এবং এল নিনোর মতো আবহাওয়ার ঘটনাগুলির বিস্তীর্ণ বালির তির সামনে এনেছে যেখানে একসময় নদী প্রবাহিত ছিল। নদীর তীরবর্তী সম্প্রদায়গুলি খাবার এবং জল থেকে চিকিৎসা এবং স্কুল সবকিছুর জন্য নৌকোয় করে শহরে ভ্রমণের উপর নির্ভর করে।
আরও পড়ুন: ১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া নয়? সিদ্ধান্ত ঘোষণায় দুনিয়া জুড়ে শোরগোল
দেখুন অন্য খবর:
The post অ্যামাজনে নদী শুকোচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রে, স্কুলে যেতে পারছে না ৫ লক্ষ শিশু first appeared on KolkataTV.
The post অ্যামাজনে নদী শুকোচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রে, স্কুলে যেতে পারছে না ৫ লক্ষ শিশু appeared first on KolkataTV.