ইউরোপ: বার্ষিক বালি ভাস্কর্য (Sand Sculptures) উৎসবের জন্য ইউরোপ (Europe) জুড়ে ২৫ জন বালি ভাস্কর্য বেলজিয়ান সৈকত মিডেলকার্কে একটি রূপকথার জগতের ভাস্কর্য তৈরি করেছেন। তাঁদের সময় লেগেছে মাত্র ১০ দিনও। ১ জুলাই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই সৈকত।
আয়োজক পিটার মনবাইলিউ জানিয়েছেন, আমরা প্রায় ৫ হাজার টন বালি নিয়ে এসেছিলাম। যাতে নিখুঁতভাবে এই ভাস্কর্য গড়ে তুলতে পারি। অনেক পরিশ্রম করে এটি তৈরি করা হয়েছে। জনসাধারন ১ জুলাই থেকে আসতে পারবেন।
আরও পড়ুন: Unknown Fact | নিখুঁত ফলের ভেতরে কেন পোকা থাকে জানেন?
তিনি আরও বলেন, আমরা মানুষের কাছে আকর্ষণীয় থাকার চেষ্টা করি। আমরা শুধু বালির ভাস্কর্য না দেখিয়ে, আশেপাশের লোক দেখানো, শিশুদের জন্য সামান্য পথচলা দিয়ে, আরও বেশি করে মিথস্ক্রিয়া অন্তর্ভুক্ত করে সত্যিই প্রাসঙ্গিক থাকার চেষ্টা করি।