মস্কো: বাড়িতে ড্রিল মেশিন ( Drill Machine) দিয়ে কপাল ফুটো করে মস্তিষ্কের মধ্যে চিপ বসানোর চেষ্টা করেন এক রাশিয়ান ব্যক্তি (Russian Man)। তবে এ যাত্রায় বেঁচে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, রাশিয়ান ওই ব্যক্তির নাম মিখাইল রাদুগা (Mikhail Raduga)। তিনি তার স্বপ্নকে নিয়ন্ত্রণ করার জন্য বিপজ্জনক কৌশলটি অবলম্বন করেছিলেন। তাঁর লক্ষ্য ছিল ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে মস্তিষ্কে চিপ বসানো।
রাশিয়ান শহর নোভোসিবিরস্কের ওই ব্যক্তি টুইটার হ্যান্ডেলে তাঁর এই কাজের ছবি শেয়ার করেছেন। তিনি বলেন যে, ইউটিউবে নিউরোসার্জনদের ভিডিও দেখে তিনি অনুপ্রাণিত হন এবং চিপ বসানোর বুদ্ধি তার মাথায় আসে।” সেইমতো মাথায় ছিদ্র করে মস্তিষ্কে একটি ইলেক্ট্রোড বসানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছিলেন নিজের কপাল। তার পর সেখানে ভরেন চিপ। এরপরই শুরু হয় বিপত্তি। ক্রমাগত রক্ত পড়তে থাকে কপাল থেকে। কিছুতেই বন্ধ হচ্ছিল না রক্তক্ষরণ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসার পর আপাতত ভাল আছেন মিখাইল।
আরও পড়ুন:Bus Accident | নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরে যাত্রীবোঝাই বাস, মৃত শিশু সহ ১৭
এই ঘটনার কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন মিখাইল। তিনি জানান, “আমি ড্রিল মেশিন কিনে এনেছিলাম। তার পর নিজের কপালে ড্রিল করি। মস্তিষ্কের মোটর কর্টেক্স অংশে ইলেক্ট্রিক্যাল সিমুলেশন দিতে এই কাজ করেছিলাম আমি।” পোস্ট করা পরবর্তী ছবিগুলিতে দেখা যাচ্ছে, ওই রাশিয়ান ব্যক্তির মুখে একাধিক ব্যান্ডেজের ছবি। পাশাপাশি একটি এক্সরে-তে দেখা গিয়েছে তার মাথার ভিতরে ইলেক্ট্রোডের অবস্থান।