কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেন আক্রমণ (Ukraine Crisis) করছে না রাশিয়া। অবশেষে চূড়ান্ত ঘোষণা করল মস্কো। রুশ সরকারি টিভি চ্যানেলে এই খবরের সঙ্গে সেনা প্রত্যাহারের (Ukraine-Russia) ছবিও দেখানো হযেছে। যাবতীয় উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে রাশিয়ার সেনা প্রত্যাহারের (Russia Withdrwas Troops) ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা বিশ্ব।
দুই দেশের আর্থিক ও বাণিজ্যিক বিভিন্ন সমস্যা ও মার্কিন নাক গলানোর ইস্যুতে ইউক্রনের স্থল ও জল সীমান্তে ব্যাপক সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েম করেছিল রাশিয়া। সীমানা বরাবর সেনা মহড়াও চলছিল প্রতিনিয়ত। আনা হয়েছিল ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র। উপগ্রহ টিত্রে রুশ বাহিনী সেই রণসাজও ধরা পড়ে। তারপর মঙ্গলবারই প্রথম পর্যায়ের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট পুতিন।
তারপর এদিন রাশিয়া জানিয়ে দেয় তারা সামগ্রিকভাবে সেনা সরিয়ে নিচ্ছে। রুশ সরকারি চ্যানেলের ছবিতে দেখা গিয়েছে একটি সেতু পেরিয়ে বাহিনী তাদের দেশের দিকে ফিরছে। বেলারুশ, ক্রিমিয়া, কৃষ্ণ সাগরের দিক থেকেও রুশ বাহিনী ঘরমুখো।
আরও পড়ুন: Sandhya Mukhopadhyay: রবীন্দ্রসদনে শায়িত গীতশ্রী, সন্ধ্যায় কেওড়াতলায় শেষকৃত্য
রাশিয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি রাষ্ট্রপ্রধানরা। আমেরিকা সহ ইউরোপিও দেশগুলি রাশিয়ার এই সিদ্ধান্তে প্রশংসা করেছে। কারণ, রাশিয়া যে সেনা অভিযানের পথে পা বাড়াচ্ছিল তাতে করে বড়সড় যুদ্ধের মেঘ জমা হচ্ছিল। ঠান্ডাযুদ্ধের জমানার পর ফের রুশ-মার্কিন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ইউক্রেন আক্রণম করলে ভয়ঙ্কর দুর্দিন নেমে আসার সম্ভাবনা ছিল। সেনা প্রত্যাহারের পর স্বস্তির নিঃশ্বাস পড়ল সকলেরই।