Placeholder canvas
কলকাতা রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Russia-Ukraine War Live: গত দু’দিনে ইউক্রেন ছেড়েছে ৫০ হাজারের বেশি মানুষ: রাষ্ট্রপুঞ্জ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:৪০:২৩ পিএম
  • / ৭১৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আমেরিকা ও নেটোর হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে সামরিক অভিযান জারি রেখেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে বৃহস্পতিবার যুদ্ধ ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনের ভূখণ্ডে সেনা অভিযান শুরু করে রাশিয়া। তার পর থেকে অভিযান জারি রেখেছে রুশ বাহিনী। ইতিমধ্যেই রুশ পদাতিক বাহিনী ইউক্রেনের ২৩টি প্রদেশে পৌঁছে গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, প্রথম দিনের অভিযান সফল হয়েছে। কী অবস্থা ইউক্রেনের শহরগুলির…

লাইভ আপডেট  

রাত ১০টা ০৫ মিনিট: রাশিয়ার সেনা অভিযানের মধ্যেই গত দু’দিনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫০ হাজারের বেশি মানুষ৷ এমনটাই জানাল রাষ্ট্রপুঞ্জ৷

রাত ১০টা: রাজধানী কিয়ভের আকাশে প্রচন্ড বিস্ফোরণ৷

রাত ৯টা ৫০ মিনিট: কাউন্সিল অব ইউরোপ থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে৷ জানালেন ইতালির বিদেশমন্ত্রী লুইগি ডি মাইয়ো৷

রাত ৯টা ৩৮ মিনিট: বহুতল বা আকাশছোঁয়া বিল্ডিংয়ে থাকা বাসিন্দাদের একটি বিশেষ বার্তা দিল ইউক্রেন৷ বহুতলের ছাদে গিয়ে কোনও চিহ্ন বা সাইন খুঁজে পান কি না তা দেখতে বলা হল তাঁদের৷ যদি কোনও চিহ্ন বা সাইন খুঁজে পান তাহলে অবিলম্বে যেন সেটি ঢাকার ব্যবস্থা করেন তাঁরা৷ আর্জি কিয়ভ কর্তৃপক্ষের৷

রাত ৯টা ১১ মিনিট: রাজধানী কিয়ভ থেকে ৫০ কিমি দূরে রয়েছে রাশিয়ার সৈন্য৷ এমনটাই জানাল ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রক৷ টুইটারে এই সংক্রান্ত তথ্য শেয়ার করে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, উত্তর ইউক্রেনের চেরনিহিভকে নিয়ন্ত্রণে আনতে না পেরে কিয়ভে প্রবেশে নতুন রুট ধরে এগোচ্ছে রাশিয়ার সেনাবাহিনী৷ এরই মধ্যে কিয়ভ সংলগ্ন এলাকা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে৷

রাত ৮টা ৫৫ মিনিট: রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল ইউক্রেন৷ ঠিক হয়েছিল, পোলান্ডের রাজধানী ওয়ারশো-তে হবে সেই আলোচনা৷ এ পর্যন্ত সব ঠিকঠাক হওয়ার পর হঠাৎ কিয়ভের সঙ্গে যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে মস্কোর৷ এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকভ৷

রাত ৮টা ৩৬ মিনিট: রাশিয়া নয়, ইউক্রেনের ‘অতি ডানপন্থী’ সরকারকে উৎখাত করুক সেদেশের সেনাবাহিনীই৷ এমনটাই চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, টেলিভিশন ভাষণে পুতিন কিয়ভ থেকে ইউক্রেনের নেতৃত্বকে ছুড়ে ফেলতে বলেন ইউক্রেনীয় সেনাকে৷ রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন৷ যা কিছু এখন হচ্ছে, সেটা বিদেশি রাষ্ট্রগুলি, বিশেষ করে আমেরিকার সঙ্গে শলা-পরামর্শ করেই হচ্ছে৷ এটা এখন সবাই জানে৷’ ইউক্রেনীয় সেনার উদ্দেশে এরপরই পুতিন বলেন, ‘এই নিও-নাৎসি সরকারকে নিজেদের স্ত্রী, সন্তান ও বয়স্কদের ঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না’ এদিকে, রাশিয়ার হামলার পরই ইউক্রেনের নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল জেলেনেস্কি সরকার৷ কিন্তু তারাই এখন অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করছেন৷

https://twitter.com/Andrew__Roth/status/1497231464957632512?t=mZFDfZoGgPVl4xEeFjO1sg&s=08

রাত ৮টা ১০ মিনিট: ইউরোপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে রাজি ইউরোপীয় ইউনিয়ন৷ রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগে লেভরভের বিরুদ্ধেও একই পদক্ষেপ নিতে চলেছে তারা৷ যদিও এখনই পুতিনের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেনি ইউরোপীয় ইউনিয়ন৷

রাত ৮টা: প্রথম দু’দিনের যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতির হিসেব দিল ইউক্রেন৷ জেলেনেস্কি প্রশাসনের দাবি, যুদ্ধে রাশিয়ার ৮০টি ট্যাঙ্ক, ৫১৬টি সাজোয়া গাড়ি, ১০টি যুদ্ধবিমান, ৭টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে৷ মৃত্যু হয়েছে ২৮০০ রুশ সেনার৷

রাত ৭টা ৫৪ মিনিট: রাশিয়ার বিরুদ্ধে অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আশা বিশ্বের দেশগুলির কাছে রাখে ইউক্রেন৷ এমনটাই জানিয়েছে সেদেশের বিদেশমন্ত্রক৷ ক্রেমলিনের বিরুদ্ধে SWIFT জারি করুক পশ্চিমি দেশগুলি, চায় কিয়ভ৷ কিন্তু কিছুতেই রাশিয়ার কাছে কিছুতেই মাথা নোয়াবে না ইউক্রেন৷

সন্ধ্যা ৭টা ১৩ মিনিট: চরনোবিল পরমাণু কেন্দ্রে বাড়ছে বিকিরণ৷ স্টেট স্পেশালাইড এন্টারপ্রাইজ ইকোসেন্টার জানিয়েছে৷ যদিও কিয়ভে বিকিরণের মাত্রা বেশি নয়৷

সন্ধ্যা ৬টা ২৫ মিনিট: ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবে সাড়া৷ কিয়ভে প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

সন্ধ্যা ৬টা ১৬ মিনিট: কিয়েভে বেজে উঠল অ্যালার্ম৷ নাগরিকদের নিকটবর্তী জায়গায় আশ্রয় নেওয়ার আবেদন৷

বিকেল ৫টা ১০ মিনিট: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

বিকেল ৪টে ২০মিনিট: ইউক্রেনের সেনা বাহিনী অস্ত্র নামালে আলোচনায় বসতে রাজি রাশিয়া, জানালেন রুশ বিদেশমন্ত্রী।

দুপুর ৩টো ৫০ মিনিট: উত্তর কিয়েভের শহরতলি ওবোলনে ঢোকার ব্রিজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনের সেনা বাহিনী। ওবোলনের বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ইউক্রেনের বক্তব্য, এ পর্যন্ত মোট ১৩৭ জন প্রাণ হারিয়েছেন।

দুপুর ৩টো ৩০ মিনিট: ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে নয়াদিল্লি। সম্পূর্ণ বিনামূল্যে এই বিমানে দেশে ফেরানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট

দুপুর ৩টো ১০ মিনিট: দেশ বাঁচাতে মরিয়া ইউক্রেন। ফের নাগরিকদের যুদ্ধে যোগদানের আহ্বান সরকারের। সামরিক বাহিনীর এক কর্তা জানিয়েছেন, পাসপোর্ট নিয়ে আসলেই আইডেন্টিফিকেশন কোড দেওয়া হবে। সমস্ত বয়সের মানুষই সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন।

দুপুর ২টো ৫০ মিনিট: কিয়েভে পৌঁছল রুশ বাহিনী। এমনটাই দাবি করেছে ইউক্রেন। সংবাদসংস্থা বিবিসি সূত্রে এই খবর মিলেছে।

কিয়েভে পৌঁছল রুশ বাহিনী

দুপুর ২টো ২০ মিনিট: ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রাশিয়ার ট্যাঙ্ক।

দুপুর ২টো ১০ মিনিট:  ইউক্রেনের সেনা বাহিনী কিয়েভের বাইরে রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের সেনা বাহিনী জানিয়েছে, সশস্ত্র বাহিনী রাজধানী কিয়েভের উপকণ্ঠে ডাইমার এবং ইভানকিভে লড়াই চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় প্রচুর রাশিয়ান সাঁজোয়া যান জড়ো হয়েছে।

দুপুর ১টা ৫০ মিনিট: ইউক্রেনের ১৮টি ট্যাঙ্ক, ৭টি শক্তিশালী রকেট, ৪১টি গাড়ি ধ্বংস করা হয়েছে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।

দুপুর ১টা ৩০ মিনিট: ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গাড়ি লুঠ করল রুশ সৈন্যরা। এর পর ইউক্রেনের বাহিনীর পোশাক পড়ে তারা ওবোলনের দিক ধীরে ধীরে কিয়েভের দিকে এগিয়ে আসছে। রাশিয়ার মিলিটারি ট্রাকের কনভয়ও রয়েছে।

বেলা ১২টা ৩০ মিনিট: রাশিয়ার দাবি, ইউক্রেনীয়রা রুশ বাহিনীর অগ্রগতি ঠেকাতে খারকিভ অঞ্চলের ওস্কোল নদীর উপর সেতুটি উড়িয়ে দিয়েছে।

সেতুতে বিস্ফোরণ ঘটাচ্ছে ইউক্রেনের বাহিনী

বেলা ১২টা ২০ মিনিট: রাশিয়ান সামরিক অগ্রগতির মুখে তাঁদের ‘বীরত্বের’ জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেন বাহিনী যথাসম্ভব কাজ করছে। রাশিয়ার বাহিনীর একাংশ অন্তর্ঘাতের জন্য কিয়েভে ঢুকে পড়েছে। বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কারফিউ নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

বেলা ১২টা ১০ মিনিট: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়াকে ‘শীঘ্রই বা পরে’ কথা বলতে হবে। রাশিয়ান বাহিনী এখন বেসামরিক এলাকাকেও টার্গেট করেছে। ইউক্রেন সরকার রাশিয়ানদের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।

বেলা ১১টা ৫০ মিনিট: যুদ্ধের দ্বিতীয় দিনে রাশিয়ার টার্গেট ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। জোরালো বিস্ফোরণের পর থেকেই মুহুর্মুহু সাইরেন বাজছে কিয়েভে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ পুর কর্তৃপক্ষের।

বম্ব শেল্টারে আশ্রয় নিয়েছেন কিয়েভের বাসিন্দারা

সকাল ১০টা ৫০ মিনিট: ইউক্রেনের দাবি, রাশিয়ার ৩০টি ট্যাঙ্ক, ১৩০টি অস্ত্রবাহী গাড়ি, ৭টি যুদ্ধবিমান এবং ৬টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

সকাল ১০টা ৪০ মিনিট: কিয়েভের মেয়র জানিয়েছেন, রকেট হামলার জেরে একটি বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনও লেগে গিয়েছে। রকেট হামলায় ৩ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিট: বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। শুক্রবার ভোরে শহরের প্রাণকেন্দ্রে পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে অনুমান ইউক্রেন পুলিশের।

ইউক্রেনে বিস্ফোরণ

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ভোটে জিততে টাকা ছড়ায় কংগ্রেস, তোপ মোদির
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
পুজোর আগে আইনি লড়াই জিতল আর্সালান বিরিয়ানি!
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
বিজেপির জেলা পরিষদের সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ডাক্তারদের জমায়েত বেআইনি, এই মর্মে মামলা পুলিশের
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
আজ আইএসএলের প্রথম ডার্বি, মোহনবাগান বনাম মহমেডান
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
প্রৌঢ়কে পিছমোড়া করে বেঁধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
আদালত অবমাননায় অভিযুক্ত পরিবহণ সচিব সৌমিত্র মোহন
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ইস্টবেঙ্গলকে আজ জয়ে ফেরাতে পারবেন বিনো?
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
হরিয়ানায় ঘোড়ায় চড়ে ভোট দিলেন শিল্পপতি নবীন জিন্দল
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ধর্মতলায় অবস্থান নিয়ে জুনিয়র ডাক্তারদের বিবেচনার বার্তা কলকাতা পুলিশের
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা ঘাঁটিতে বড় হামলা
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৭৫ বছর
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ইরানের তেলের খনিতে ইজরায়েলের হামলা নিয়ে কী বললেন বাইডেন?
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
হিজবুল্লাহর পাল্টা চাপে পিছু হটল ইজরায়েলি সেনা
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
বিরিয়ানিতে বিষ! জরিমানা করে দোকান বন্ধ করল পুরসভা
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team