Placeholder canvas
কলকাতা রবিবার, ০৭ জুলাই ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Russia-Ukraine War Live: পুতিন ইউক্রেনকে সিরিয়ায় পরিণত করতে চান
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ০৪:২০:৫১ পিএম
  • / ১৩৯২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আজ নবম দিন। দু’পক্ষের শান্তি বৈঠক হলেও ইউক্রেনের উপরে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে রুশ সেনা। খারকিভ, ওখতিরকায় লাগাতার হামলা চালানো হচ্ছে। আজ, শুক্রবার কী অবস্থা ইউক্রেনের…

জেলেনস্কির ঘরে রুশ হামলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাড়ির কাছে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র৷ মনে করা হচ্ছে সেটি রুশ ক্ষেপণাস্ত্র৷ রুশ হানার খবর পেয়েই মস্করা করে জেলেনস্কি ঘনিষ্ঠ মহলকে জানান, আমাকে মিস করে গেল৷

রুশ হামলায় ইউক্রেনে ২৮ শিশুর মৃত্যু

রুশ হামলায় ইউক্রেনে প্রাণ হারিয়েছে ২৮ শিশু৷ আহত হয়েছে ৬৪ জন৷ এমনটাই জানিয়েছে কিভ ইন্ডিপেনডেন্ট৷ যুদ্ধ শুরুর পর ১.৫ মিলিয়ন শিশু বোমা-শেলিংয়ের শব্দ শুনে দিন কাটাচ্ছে৷

ইউক্রেনকে সিরিয়া হতে দেবেন না

রাশিয়াকে ঠেকাতে যেনতেন প্রকারেন নেটোকেই চাইছে ইউক্রেন৷ সেদেশের বিদেশমন্ত্রী ডিমেত্রো কুলেবা চান, দেরি হওয়ার আগে নেটো এবার হস্তক্ষেপ করুক৷ নইলে ইউক্রেনকে সিরিয়াতে পরিণত করে ছাড়বেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ ডিমেত্রো বলেন, ‘আমরা লড়াই করতে প্রস্তুত৷ লড়াই চালিয়ে যাব আমরা৷ কিন্তু এই লড়াইয়ে সাহায্যের জন্য আমাদের সঙ্গীর প্রয়োজন৷

পোল্যান্ড সীমান্তে ভারতীয় দূতাবাসের দল

পোল্যান্ড সীমান্তে এদিন পৌঁছয় ভারতীয় দূতাবাসের একটি দল৷ ইউক্রেন থেকে আসা ভারতীয় পড়ুয়ারা পোল্যান্ডের এই দুটি পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে সেদেশে ঢুকতে পারবেন৷ এই উদ্ধারকাজ যাতে আরও মসৃণভাবে হয় সেটা দেখতে এদিন বুদোমেরিজ এবং শেহনি মেদকা পয়েন্টে যান দূতাবাসের কর্মীরা৷ তবে পড়ুয়াদের বলা হয়েছে, তারা যেন দিনের বেলাতেই এই এলাকা পার করে, রাতে নয়৷ এর পাশাপাশি কোনও মেডিক্যাল সহায়তার প্রয়োজন হলে চেক পয়েন্টগুলিতে অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে৷ প্রয়োজনের সময় বর্ডার গার্ডদের সঙ্গে যোগাযোগ করলে তারা অ্যাম্বুল্যান্স পৌঁছনোর ব্যবস্থা করে দেবে৷

ইউক্রেনে জঙ্গি পাঠাচ্ছে নেটো দেশগুলি

অস্ত্র সরবরাহের পর ইউক্রেনকে জঙ্গি পাঠিয়ে মদত করছে নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি৷ এমনটাই জানিয়েছে রাশিয়ার গুপ্তচর সংস্থা৷ ক্রেমলিনকে সতর্ক করে গুপ্তচর সংস্থাগুলি জানিয়েছে, ইউক্রেনকে সাহায্য করতে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসবাদীদের পাঠানো হচ্ছে৷ নেটোর তরফে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে এদিন নেটো জানিয়েছে, তারা চূড়ান্ত রকম ভাবে প্রস্তুত৷ কিন্তু এখনও তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় না৷ কিভ আবেদন করেছিল ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করা৷ নেটো জানিয়েছে, ইউক্রেনের টেরিটোরিতে নেটোর প্লেন ঢুকবে না৷

যুদ্ধ থামান, পুতিনকে বার্তা জার্মান চ্যান্সেলরের

ফ্রান্সের পর জার্মানি৷ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শেলৎজ৷ সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, পুতিনকে যুদ্ধ থামাতে বলেন জার্মান চ্যান্সেলর৷ শেলৎজ জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে ত্রাণ সামগ্রী পাঠানোর কাজে মদত করুক৷

ইউক্রেন ছাড়ল ২০ হাজারের বেশি ভারতীয়

২০ হাজারের বেশি ভারতীয় ইউক্রেন থেকে বেরিয়ে এলেও যুদ্ধ-ধ্বস্ত দেশে এখনও কয়েকজন আটকে রয়েছে৷ এমনটাই জানাল বিদেশমন্ত্রক৷ বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নির্দেশিকা জারির পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ২০ হাজারের বেশি ভারতীয়৷ আরও অনেকে আছেন৷ তবে স্বস্তির খবর এটাই, একটা বড় অংশের ভারতীয় ইউক্রেন থেকে বেরিয়ে এসেছেন৷ আগামী ২৪ ঘণ্টায় ভারতীয়দের ফেরাতে রওনা দিচ্ছে ১৬টি বিমান৷ যার মধ্যে রয়েছে বায়ুসেনার সি-১৭৷

রাশিয়ার কাছে আত্মসমর্পণ নয়

রাশিয়ার সেনা অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ মেলিটোপোলের মানুষের৷ ইউক্রেনের জাপুরিঝিয়ার এই শহর রাশিয়ার কাছে কিছুতেই আত্মসমর্পণ করবে না৷ মেলিটোপোলের বাসিন্দাদের প্রশংসায় ইউক্রেন সরকার৷ জানিয়েছে, এমনই দেশ ইউক্রেন৷ আমরা সবাইকে হারাতে সক্ষম৷

রাষ্ট্রপুঞ্জে ভোট দিল না ভারত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটিতে অংশ নিল না ভারত৷ এদিন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে ভোট ছিল৷ তাতে অংশ নেয়নি নয়াদিল্লি৷ এই নিয়ে চারবার ভারত রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকল৷

মানবিক করিডর তৈরির নির্দেশ

রেড ক্রসকে মানবিক করিডর তৈরির নির্দেশ দিল ইউক্রেন৷ জানিয়েছে, শহর ও গ্রামগুলিতে বহু মানুষ আটকে৷ খাবার, জল, ওষুধ, বিদ্যুৎ, জলের সংযোগ নেই৷ ওই দুর্বিষহ অবস্থা থেকে মানুষদের বের করে আনার জন্য মানবিক করিডর দরকার৷ এমনটাই জানিয়েছে প্রেসিডেন্টের অফিস৷

বন্ধ ভোডাফোন, চলছে ওয়াই-ফাই

খেরসনে বন্ধ মোবাইল নেটওয়ার্কিং পরিষেবা৷ ভোডাফোন সেখানে ঠিকমতো কাজ করছে না৷ চলছে না কিভস্টার৷ তবে ওয়াই-ফাই পাওয়া যাচ্ছে৷ মেসেঞ্জারের সাহায্যে বাসিন্দাদের যোগাযোগ করতে বলা হয়েছে৷

ভারতীয়দের জন্য হটলাইন নম্বর

ইউক্রেনে আটক ভারতীয়দের জন্য হটলাইন নম্বর চালু করল বিদেশমন্ত্রক৷ +৪০ ৭২৫৯৬৪৯৭৬ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে৷ ইউক্রেন ছাড়াও রোমানিয়া সীমান্তে আটকে থাকা ভারতীয়রা সাহায্যের জন্য এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবে৷

চেরনিহিভে রুশ হানা

ইউক্রেনের অন্যতম শহর চেরনিহিভে রুশ হানায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চেরনিহিভের রেসিডেন্সিয়াল এলাকায় মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এই হামলার ফলে ৩৮ জন পুরুষ এবং ৯ জন মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন।

https://twitter.com/JosephStash/status/1499657139366813698?s=20&t=vWc7OwuLBiV7ca8oUuwZog

https://twitter.com/donetekk/status/1499679148398333952?s=20&t=DNb92WBBy9w_FXbB8c3CxA

আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ মমতার

ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, জীবন অত্যন্ত মূল্যবান। ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরতে কেন এত সময় লাগছে? কেন তাঁদের আগেই ফেরানো হয়নি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অবিলম্বে ভারতী পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনা হোক।

মাইকোলাইভ দখল?

ইউক্রেনের অন্যতম বন্দর শহর মাইকোলাইভে পা রুশ সেনার। ইউক্রেনের সেনা বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ চলছে রুশ বাহিনীর। মাইকোলাইভের গভর্নর জানিয়েছেন, দু’পক্ষের লড়াই এখনও চলছে।

জাপুরিঝিয়ার পরিস্থিতি উদ্বেগজনক

জাপুরিঝিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, জানাল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ইউরোপে বৃহত্তম পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে সংস্থার ডিরেক্টর জেনারেল জানান, ওই এলাকায় ফরেন্সিক টিম পাঠানো হবে। কেন্দ্রের কন্ট্রোল রুম এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে। সম্ভবত কোনও তেজষ্ক্রিয় বিকিরণ ছড়ায়নি। রাশিয়া-ইউক্রেনের সমস্যা মেটাতে চেরনোবিল যেতে পারেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ডিরেক্টর।

জেলেনস্কির বার্তা

জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রে হামলা চেরনোবিলের চেয়ে ৬ গুণ ভয়ংকর, দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। তাঁর কথায়, বৃহস্পতিবার রাতেই শেষ হয়ে যেত ইউক্রেন-ইউরোপ। রুশ বাহিনী সরাসরি পরমাণু কেন্দ্রে হামলা চালায়।

ভুয়ো খবরে ১৫ বছরের জেল

যুদ্ধ পরিস্থিতিতে নাগাড়ে ভুয়ো খবর ছড়াচ্ছে। বাদ যাচ্ছে না সেনাবাহিনী নিয়ে ভুয়ো খবরও। পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের ঘোষণা পুতিন সরকারের। রুশ সেনাবাহিনী নিয়ে ভুয়ো খবর ছড়ালে ১৫ বছরের জেল হবে, জানাল মস্কো।

পুতিনকে হত্যার ডাক মার্কিন সেনেটরের 

পুতিনকে হত্যার ডাক দিয়েছিলেন মার্কিন সেনেটর গ্রাহাম। রাশিয়ান রাষ্ট্রদূত এই বিষয়টিকে ‘ক্রাইম’ বলে দাবি করেছেন। মার্কিন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক নিন্দা দাবি করে করেছেন।

ধ্বংস আন্তোনভ An-225

বিশ্বের বৃহত্তম বিমান আন্তোনভ An-225 ধ্বংস করল রুশ বাহিনী। বিমানটি ইউক্রেনের হোস্টোমেল বিমানবন্দরে রাখা ছিল। সেখানেই হামলা চালায় পুতিনের বাহিনী।

এখনও জ্বলছে জাপুরিঝিয়া 

ইউক্রেন আগুন নিভে যাওয়ার দাবি করলেও এখনও জ্বলছে জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রের একাংশ। রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনার যুদ্ধ এখনও চলছে। তেজষ্ক্রিয়তার আশঙ্কা বাড়ছে। জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুপুর ৩টেয় সাংবাদিক বৈঠক করবেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ডিরেক্টর।

ইউক্রেনে ধর্ষণ রুশ সেনার 

রুশ সেনার বিরুদ্ধে ইউক্রেনের নারীদের উপর অত্যাচার চালানোর অভিযোগ আগেই উঠেছিল। এবার রুশ বাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। ইউক্রেনের খেরসন শহরে নারীদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে রুশ বাহিনী। মৃত্যু হয়েছে ৬ নির্যাতিতার। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বরিস-জেলেনস্কি কথা

ইউক্রেনের জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রে রুশ হানার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া পদক্ষেপের ফলে গোটা ইউরোপ বিপদে পড়তে পারে। রুশ হামলা নিয়ে জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

কেমন আছে কিভ

বৃহস্পতিবার রাতে কিভ শান্ত থাকলেও মুহুর্মুহু সাইরেন শোনা গিয়েছে। বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। শহরের দুই প্রান্তের যোগাযোগে জন্য উত্তর প্রান্তের ব্রিজ এবং ডারনিটস্কি সেতু খোলা রয়েছে।

রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি

ইউক্রেনের পাল্টা হামলায় রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, যুদ্ধের প্রথম দিন থেকে এ পর্যন্ত ৯ হাজারেরও বেশি রুশ সৈনিক প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার দখলে জাপুরিঝিয়া?

জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রের একাংশ দখল করেছে রাশিয়া। এমনটাই দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের। বৃহস্পতিবার রাতেই রুশ বাহিনী ইউক্রেন তথা ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ প্লান্টে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় কেন্দ্রে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ভারতীয়দের জন্য বাস

ইউক্রেনের খারকিভ ও সুমি এলাকা থেকে ভারতীয় পড়ুয়া এবং অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদ এলাকায় সরানোর জন্য ১৩০টি বাসের ব্যবস্থা করল রাশিয়া।  রাশিয়ার ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান কর্নেল জেনারেল মিখায়েল মিজিন্টসেভ এ কথা জানিয়েছেন।

বিপর্যস্ত খারকিভ

রুশ বাহিনীর লাগাতার হানায় বিপর্যস্ত ইউক্রেন। খারকিভের বিভিন্ন আবাসনগুলি লাগাতার গুলি-বোমায় প্রায় ধ্বংসের মুখে। আবাসনের দেওয়ালে রকেট হানার ছবিও প্রকাশ্যে এসেছে।

কিভে ভারতীয় ছাত্রকে গুলি

খারকিভে রুশ গোলা বর্ষণে ভারতীয় ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর রেশ এখনও কাটেনি। এরই মধ্যে কিভে আক্রান্ত ভারতীয় পড়ুয়া। কিভ থেকে পালানোর সময় হজরত সিং নামে ওই পড়ুয়াকে গুলি করা হয়। ভারতীয় দূতাবাসের কাছের একটি হাসপাতালে ভর্তি তিনি।

জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

জাপুরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, দাবি ইউক্রেনের। ইউক্রেনের আপৎকালীন পরিষেবা বিভাগ জানিয়েছে, জাপুরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বাইডেন-জেলেনস্কি

জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্র হামলা নিয়ে শুক্রবার ভোরে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বৃহস্পতিবার রাতেই রুশ বাহিনী ইউক্রেন তথা ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ প্লান্টে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় কেন্দ্রে। রুশ হামলা নিয়ে জরুরি ভিত্তিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।

মানবিক করিডোর স্থাপন

ইউক্রেন রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকের মতে, উভয় পক্ষ একসঙ্গে নাগরিক সরিয়ে নিতে মানবিক করিডোর সরবরাহ করবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় খাদ্য ও ওষুধ সরবরাহ করবে।

হুমকি দিচ্ছি না

পরিস্থিতি ক্রমশ জটিল পর্যায়ে পৌঁছল মনোবল জুগিয়ে চলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি৷ নিজেও দৃঢ়৷ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমরা কাউকে হুমকি দিই না৷ আমরা সন্ত্রাসী নই৷ আমরা ব্যাংক দখল করি না এবং আমরা অন্যের জমি দখল করি না!’’

রুশ হামলায় চেরনিহিভে বাড়ল মৃতের সংখ্যা

হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা৷ বৃহস্পতিবার ইউক্রেনের চেরনিহিভে জনবসতি এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া৷ তার জেরে বহু মানুষের মৃত্যু হয়৷ প্রথমে জানা যায়, রুশ হানায় ৯ জনের মৃত্যু হয়েছে৷ পরে তা বেড়ে দাঁড়ায় ২২ জন৷ এখন জানানো হয়েছে, মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে৷ আহত ১৮৷

পুতিনকে সরাসরি বৈঠকে বসার প্রস্তাব জেলেনস্কির

দ্বিতীয় দফার সমঝোতা বৈঠক হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে৷ তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার ডাক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি৷ তিনি মনে করেন, একমাত্র পুতিনের সঙ্গে কথা হলেই যুদ্ধ বন্ধ করা সম্ভব৷ রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা রাশিয়াকে আক্রমণ করতে চাই না৷ আমাদের আক্রমণ করার পরিকল্পনা নেই৷ আমাদের কাছ থেকে আপনারা কী চান? তবে আমার সঙ্গে আলোচনায় বসুন৷’

ইউক্রেন ছাড়ার সংখ্যা ১০ লাখ পেরলো

রাশিয়ার সেনা অভিযানের পর ইউক্রেন ছেড়ে পালাতে শুরু করে সেদেশের মানুষ৷ ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার পর এ পর্যন্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ১০ লাখ মানুষ৷ যুদ্ধের অষ্টম দিনে খেরসান শহরের দখল নেয় রুশ বাহিনী৷ খারকিভে হেভি শেলিং হচ্ছে৷ বলা হচ্ছে, ইউক্রেনের দ্বিতীয় বড় শহরের পতন স্রেফ সময়ের অপেক্ষা৷ অপরদিকে রাজধানী কিভের দিকে সামান্য হলেও এগিয়েছে রাশিয়ার সৈন্য৷

রুশ হামলায় মাটিতে মিশে গিয়েছে বহুতল৷ ছবি- সৌজন্যে সংবাদ সংস্থা এএফপি৷

বেলারুসে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধি দল

বেলারুসে শুরু হল ইউক্রেন ও রাশিয়ার দ্বিতীয় সমঝোতা বৈঠক৷ তিনটি অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে৷ রাশিয়ার কাছে সবার আগে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাবে ইউক্রেন৷ সেই সঙ্গে রুশ প্রতিনিধিদের কাছে সাময়িক যুদ্ধ বন্ধ রাখার কথাও বলা হবে৷ পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্তদের নিরাপদে বের করে আনার জন্য করিডর তৈরির দাবি অ্যাজেন্ডায় রাখা হয়েছে৷ এই শান্তি বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের৷

https://twitter.com/UATV_en/status/1499403324889600012?t=vg3Hb45Czu0BEB0FEYeyhw&s=08

বিমানঘাঁটি গুঁড়িয়ে দিল রুশ বাহিনী

খারকিভ এরোক্লাবের করোটিচ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিল রাশিয়া৷ ধ্বংস হয়ে গিয়েছে বিমানঘাঁটির যাবতীয় পরিকাঠামো৷ নষ্ট হয়ে গিয়েছে বিমানও৷

গোটা ইউক্রেন দখলে নেমেছে রাশিয়া

আজই ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর খেরসানের দখল নেয় রাশিয়া৷ কিন্তু কয়েকটি শহর দখল করা ক্রেমলিনে উদ্দেশ্য নয়৷ রাশিয়া গোটা ইউক্রেনই দখল করতে মরিয়া৷ এমনটাই মনে করেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ৷ সংবাদসংস্থা এএফপিকে ম্যাক্রোঁ ঘনিষ্ঠ এক আধিকারিক জানিয়েছেন, রুশ আগ্রাসন দেখে মনে হচ্ছে তারা গোটা ইউক্রেনকেই নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে৷ ফ্রান্সের আশঙ্কা, এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে ইউক্রেনে৷ এদিনই পুতিনের সঙ্গে ফোনে কথা হয় ফরাসি প্রেসিডেন্টের৷ ৯০ মিনিট দু’জনের কথা হয়৷ পুতিনের কাছে হামলার নিন্দা করেন ম্যাক্রোঁ৷

খারকিভে এখনও আটকে ভারতীয়রা

খারকিভে এখনও আটকে ভারতীয়রা৷ জরুরি ভিত্তিতে সময় নষ্ট না করে এখনই দূতাবাসের দেওয়া ফর্ম পূরণ করার নির্দেশ ইউক্রেনের ভারতীয় দূতাবাসের৷

চেরনিহিভে হামলা

ইউক্রেনের চেরনিহিভ শহরে রুশ হামলা৷ জানা গিয়েছে, শহরের জনবসতি এলাকায় আক্রমণ করেছে রাশিয়ার সেনাবাহিনী৷ রুশ হামলায় ধ্বংস হয়ে গিয়েছে দুটো স্কুল৷ বহুতলের পেট ফুড়ে বেরিয়ে গিয়েছে রুশ ক্ষেপণাস্ত্র৷ এদিনের হামলায় চেরনিহিভে মারা গিয়েছে ২২ জন৷ আহত বহু৷

কিভে সকাল ৮টা থেকে মেট্রো

সকাল ৮টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত কিভে চলবে মেট্রো৷ ৪০ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো৷ তবে প্রয়োজন হলে এই সময়সীমা বদলে যেতে পারে৷ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলি সর্বক্ষণই চলছে৷

আজ শান্তি আলোচনা

৩ মার্চ৷ আজ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন৷ জানিয়েছে কিভ৷ ইউক্রেনের সাংসদের নেতৃত্বে একদল প্রতিনিধি সেই শান্তি আলোচনায় অংশ নেবেন৷

নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে

রাশিয়ার সেনা অভিযান থেকে বাঁচতে নিরীহ নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন৷ এমনটাই অভিযোগ রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভের৷ তিনি বলেন, ভারতীয়, আরব এবং আফ্রিকানরা ইউক্রেন ছাড়তে চান৷ কিন্তু তাদের বেরতে দেওয়া হচ্ছে না৷ গতকাল ভারতের প্রধানমন্ত্রী কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে৷ খারকিভে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷

খেরসান দখল রাশিয়ার

ইউক্রেনের অন্যতম বন্দর শহর খেরসানের দখল নিল রাশিয়া। বৃহস্পতিবার খেরসানের প্রশাসনিক ভবন দখল করে রুশ বাহিনী। এই প্রথম ইউক্রেনের কোনও শহর রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এল।

ম্যাক্রোঁ-পুতিন বৈঠক

ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। প্রায় ৯০ মিনিট কথা হয় দু’জনের।

রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠক

প্রথম শান্তি বৈঠকে মেলেনি সমাধানসূত্র। এবার দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসতে চলেছে মস্কো-কিভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়ক ভ্লাদিমির মেলেনস্কি জানান, পোল্যান্ড সীমান্ত লাগোয়া বেলারুশে এই বৈঠক হবে।

খারকিভে এয়ার অ্যালার্ম

খারকিভে বড়সড় হামলার আশঙ্কা। মুহুর্মুহু বাজছে এয়ার অ্যালার্ম।

মেয়রকে গুলি করে খুন

ক্রেমিনার লুহানস্ক অঞ্চলের মেয়র ভলোদিমির স্ট্রুককে গুলি করে হত্যা করা হল। ইউক্রেনের মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স-এর প্রধান উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তি মেয়রকে গুলি করে খুন করেছে।

জেলেনস্কির বার্তা

ইউক্রেন আত্মসমর্পণ করবে না। ফের জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর কথায়, আমরা দুটি বিশ্বযুদ্ধ, তিনটি দুর্ভিক্ষ, চোরনোবিল বিস্ফোরণের পরেও বেঁচে রয়েছি। তারা বহুবার আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু পারেনি। যদি কেউ মনে করে ইউক্রেনিয়রা ভীত, ভেঙে পড়বে বা আত্মসমর্পণ করবে, সে আমাদের সম্পর্কে কিছুই জানে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

পরমাণু যুদ্ধ

পরমাণু যুদ্ধ বাঁধলে দায়ী থাকবে পশ্চিমের দেশগুলির রাজনীতিবিদরা, মন্তব্য রাশিয়ার বিদেশমন্ত্রীর।

রুশ সেনাদের মৃতদেহ রাশিয়ায় পাঠাচ্ছে ইউক্রেন

বুধবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি করেছিলেন, প্রায় ৯ হাজার রুশ সেনাকে খতম করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেন জানাল, ১০ হাজার রুশ সেনার দেহ ফেরত পাঠাতে প্রস্তুত ইউক্রেন। শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে দেহগুলি রাশিয়ায় পাঠাবে ইউক্রেন।

এয়ার অ্যালার্ম

রুশ হামলার আশঙ্কার ইউক্রেনের অন্যতম শহর চেরনিহিভে এয়ার অ্যালার্ম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ অষ্টম দিন

লাগাতার হামলায় বিপর্যস্ত মারিওপোল

ইউক্রেনের বন্দর শহর মারিওপোল বুধবার ১৫ ঘণ্টা একটানা বোমা হামলার শিকার হয়েছে। ডেপুটি মেয়রের মতে, এটা ‘মানবিক বিপর্যয়’। তিনি জানান, রাশিয়ান সেনাবাহিনী এখানে তাদের সমস্ত অস্ত্র দিয়ে কাজ করছে- আর্টিলারি, একাধিক রকেট লঞ্চ সিস্টেম, বিমান, রকেট।

কিভের পাশ্ববর্তী শহরে জোরালো হামলা

কিভের পাশ্ববর্তী শহরে ইরপিনে জোরালো হামলা চালাল রুশ বাহিনী। রাশিয়ার গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই শহরে। রেসিডেন্সিয়াল এলাকায় আছড়ে পড়ে রুশ মিসাইল। বেশ কিছু বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।

অপারেশন গঙ্গা

ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর মোদি সরকার। বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ১৭টি বিমানে ইউক্রেন থেকে দেশে ফিরবেন ৩ হাজার ৭২৬ জন।

দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা

আটকে রাশিয়ার কনভয়

ইউক্রেনিয়ানদের ক্রমাগত বাধার কিভ থেকে ৩০ কিলোমিটার দূরে আটকে রাশিয়ার কনভয়।  ব্রিটিশ সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, খুবই ধীর গতিতে হলেও কিভের দিকে এগচ্ছে রুশ সেনার কনভয়৷ ইউক্রেনের বাধা, যান্ত্রিক গোলযোগ এবং যানজটের জেরে আটকে রয়েছে কনভয়। রাশিয়ার টানা গোলা বর্ষণ সত্ত্বেও ইউক্রেন সেনার নিয়ন্ত্রণে রয়েছে খারকিভ, চেরনিহিভ, মারিওপল। খেরসনে রুশ সেনা ঢুকেছে।

ইউক্রেনের পাশে জার্মানি

ইউক্রেনকে ২৭০০ অ্যান্টি-এয়ার মিসাইল দিচ্ছে জার্মানি, খবর এএফপি সূত্রে।

যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়ার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রুশ বাহিনীর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, প্রায় ৯ হাজার রুশ সেনাকে খতম করেছে ইউক্রেন। এদিকে রাশিয়ার দাবি, তাঁদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫৯৭ জন রুশ সেনা।

যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়ার

দেশে ফিরল বায়ুসেনার তৃতীয় বিমান

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ভারতীয় বায়ুসেনার তরফে সি-১৭ বিমান পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে ভারতীয় বায়ুসেনার তৃতীয় বিমান পোল্যান্ড থেকে হিন্দন এয়ারবেসে এসে পৌঁছয়। ২২০ জন ভারতের মাটিতে পা রাখেন। প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী অজয় ভট্ট তাঁদের স্বাগত জানান।

কিভে হামলা অব্যাহত

ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে মরিয়া রুশ সেনা। বুধবার রাত থেকেই কিয়েভে ফের গোলা বর্ষণ হয়। স্থানীয় প্রশাসনের তরফে রেইড অ্যালার্ট জারি করা হয়েছে। খারকিভ, ওখতিরকায় লাগাতার গোলা বর্ষণ। খারকিভে কমপক্ষে ৩টি স্কুল, ক্যাথিড্রাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

খারকিভে মৃত্যু ৮ জনের

খারকিভে লাগাতার গোলা বর্ষণ রুশ সেনার। বিস্ফোরণের জেরে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন শিশুও রয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স-বেলজিয়াম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলার পরামর্শ বিচারপতির
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রোনাল্ডোদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল জর্জিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
আফগানদের দুরমুশ করে বিশ্বকাপ ফাইনালে দঃ আফ্রিকা
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার
বুধবার, ২৬ জুন, ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় ধরনায় সায়ন্তিকা-রেয়াত
বুধবার, ২৬ জুন, ২০২৪
প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিরোধীরা দেশের মানুষের আওয়াজ, দলনেতার দায়িত্ব নিয়ে মন্তব্য রাহুলের
বুধবার, ২৬ জুন, ২০২৪
মিড ডে মিলের চাল চুরি, গ্রামবাসীদের হাতে পাকড়াও রান্নার কর্মী
বুধবার, ২৬ জুন, ২০২৪
সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
বুধবার, ২৬ জুন, ২০২৪
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুন, ২০২৪
চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে শিশু, ধুন্ধুমার বিরাটি স্টেশনে
বুধবার, ২৬ জুন, ২০২৪
গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি? 
বুধবার, ২৬ জুন, ২০২৪
লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা
বুধবার, ২৬ জুন, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team