ক্রেমলিন: ড্রোন হামলা (Drone Attack) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (vladimir putin) লক্ষ্য করে। এমনই অভিযোগ রুশ প্রশাসনের। তবে সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট পুতিন এমনই জানিয়েছে রাশিয়া (Russia)। তাঁর কোনও ক্ষতি হয়নি। রাশিয়ার দাবি, ইউক্রেনের (Ukraine) সঙ্গে যুদ্ধের আবহে ভলোদিমির জেলেনস্কির (volodymyr zelensky) দেশই এই হামলার নেপথ্যে রয়েছে। যদিও রাশিয়ার (Russia) এই দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। ড্রোন হামলার বেশকিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে (kremlin) ড্রোন ধাক্কা খাওয়ার পর চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
বুধবার ক্রেমলিনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দুটি ড্রোন রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনকে লক্ষ্য করে ধাক্কা মারে। পরে ওই ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করা হয়েছে।
আরও পড়ুন: Train Ticket Pets | পোষ্যের অভিভাবকদের জন্য সুখবর, ভারতীয় রেল আনতে চলেছে নয়া ব্যবস্থা
বুধবার এই হামলার ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্রেমলিনের উপর আছড়ে পড়ছে দুটি ড্রোন। আগুনের ঝলকানি মিলিয়ে যাওয়ার পর কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, পুতিনকে হত্যা করতেই পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে ইউক্রেন। পাশাপাশি এই হামলার জবাবও রাশিয়ার তরফে যথা সময়ে দেওয়া হবে তারও ইঙ্গিত দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধের আবহে এই ঘটনা তীব্রতার আঁচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল।