কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেনকে উস্কানোর চেষ্টা রাশিয়ার, মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। রাশিয়া সেনা যুদ্ধবিরোধী (Russia-Ukraine Conflict) কিছু কার্যকলাপের দ্বারা ইউক্রেনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে।
শুক্রবার বাইডেন বলেন, ‘কিছু উস্কানিমূলক কার্যকলাপ করছে রাশিয়া সেনাবাহিনী এবং জনসাধারণের কাছে বিভ্রান্তিকর তথ্য পৌঁছে দিচ্ছে। এর আগেও এমন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে রাশিয়া। বাইডেন বলেন, গতকাল এক শেল রাশিয়ার প্রাথমিক বিদ্যালয়ে আঘাত করে, ভুল তথ্য দিয়ে রাশিয়া দাবি করে ইউক্রেন এই হামলা করেছে। আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি এমন ভুল তথ্য দিয়ে রাশিয়ার মানুষকে বিভ্রান্ত করছে। এমনকী রাশিয়া দাবি করছে, ইউক্রেন নাকি খুব বড় এক আক্রমণ করতে চলেছে ডনবাসে। যার কোনও প্রমাণ নেই রাশিয়ার কাছে। রাশিয়ার সংবাদমাধ্যমও এমন ভুল তথ্য দিচ্ছে। এর আগেও রাশিয়া এমন কাজ করেছে,’ বলে জানান বাইডেন।
We’ve seen reports of a major uptick of violations of the ceasefire by Russian-backed fighters attempting to provoke Ukraine — and we continue to see more disinformation pushed out to the public.
All of this is consistent with the playbook that the Russians have used before. pic.twitter.com/0HHiCRxcTf
— President Biden Archived (@POTUS46Archive) February 19, 2022
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: আগামী সপ্তাহতেই ইউক্রেন আক্রমণ রাশিয়ার, দাবি বাইডেনের
তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেন সীমান্তে সেনা পাঠাবো না, কিন্তু ইউক্রেনের পাশে থাকব। গত বছর ৬৫ মিলিয়ন ডলার ইউক্রেনকে সাহায্য করেছে আমেরিকা। গত সপ্তাহে ১ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে ইউক্রেনকে।’ আগামীতে এই সংঘাত কোথায় গিয়ে পৌঁছয় সেদিকেউ নজর গোটা বিশ্বের।