ওয়েব ডেস্ক: নাইট ক্লাবের ছাদ ভেঙে দুর্ঘটনা ডোমিনিকান রিপাবলিকে (Dominican Republic)। ঘটনায় এখনও পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ১৬০ বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ১২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও চলছে উদ্ধার কাজ। সূত্রের খবর, জনপ্রিয় বেসবল তারকা অক্টাভিও ডোটেল-সহ আরও একাধিক ভিভিআইপির মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়। জেট সেট নাইটক্লাবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। ডমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গোর জনপ্রিয় জেট সেট নাইটক্লাবের ছাদ ধসে (Roof Collapses Dominican Republic Nightclub) দুর্ঘটনাটি ঘটে। জনপ্রিয় নাইটক্লাবে তারকা, খেলোয়াড়, রাজনীতিক থেকে শুরু করে সাধারণ শ্রোতাদের ভিড় উপচে পড়ছিল। আচমকাই ঘটল বিপত্তি। লাইভ কনসার্ট চলাকালীন আচমকাই ভেঙে পড়ল নাইটক্লাবের ছাদ। তাতে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ৭৯ জনের। আহত হয়েছেন আরও ১৬০ জনকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ এখনও চালাচ্ছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী দলের প্রধান জুয়ান মেনুয়েল মেন্ডেজ জানিয়েছেন, দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরেও প্রাণের খোঁজ চলছে। ড্রিল মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। প্রায় ৪০০ জন উদ্ধার কাজে নেমেছে।
আরও পড়ুন: ইলিশে ঘাটতি বাংলাদেশে, ক্ষতির মুখে বাংলাদেশের অর্থনীতি
জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডোমিনিকান রিপাবলিকের মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজোর। তিনি প্রাক্তন বেসবল তারকা নেলসন ক্রুজোর বোন। বেসবল তারকা নেলসন ক্রুজো সহ একাধিক স্বনামধন্য ব্যক্তি। ঘটনার এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গানের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে ছাদ। তারপরই সব অন্ধকার হয়ে যায়।
অন্য খবর দেখুন