রিয়াধ: সৌদি আরবে (Saudi Arabia) বেড়েছে মৃত্যুদণ্ডের (Executions carried) হার। যুবরাজ মহম্মদ বিন সলমনের (Mohammed bin Salman) জমানায় মৃত্যুদণ্ডের হার বেড়েছে (Rates of capital punishment) সৌদি আরবে। এমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে দু’টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফে। সেই রিপোর্ট দেখা যাচ্ছে, গত ছ’বছরে প্রাক্তন সুলতান আবদুল্লা বিন আবদুলাজিজ আল সৌদের তুলনায় মহম্মদ বিন সলমনের জমানায় মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয়েছে, বেড়েছে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের মতো ঘটনাও।
২০১৫ সালে সৌদি আরবের প্রাক্তন সুলতান আবদুল্লার প্রয়াণ হয়। তারপরই তাঁর সৎ ভাই সলমন বিন আবদুলাজিজ প্রশাসনিক কাজে নিযুক্ত হন। মানবাধিকার সংগঠন রিপ্রাইভ এবং দ্য ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর রিপোর্টে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সৌদি আরবে মৃত্যুদণ্ডের গড় হার ছিল ৭০.৮ শতাংশ। কিন্তু সেই হার ২০১৫ সাল থেকে বাড়তে থাকে। উল্লেখযোগ্যভাবে, ওই সালেই সলমন সৌদি আরবের যুবরাজ হন। এরপরই মৃত্যুদণ্ডের হার বেড়ে হয়েছে ১২৯.৫ শতাংশ।
আরও পড়ুন:Hasnabad Incident: গলায় ভাত, দম বন্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার
ওই দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রশাসনিক কাজে যুবরাজ মহম্মদ বিন সলমনের সক্রিয়তা বাড়ার পরে সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার বেড়ে গিয়েছে। ২০২২ সালে সে দেশের ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে মার্চ মাসেই ৮১ জনের মৃত্যুদণ্ড হয়। এঁদের মধ্যে বেশ কয়েক জন রাজনৈতিক কার্যকলাপে অভিযুক্তও। সমালোচকদের খুন করার অভিযোগও রয়েছে যুবরাজ সলমনের বিরুদ্ধে। সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালে তুরস্কের ইস্তানবুলের সৌদি দূতাবাসে খুন’ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে সুলতান সলমনের বিরুদ্ধে।