বেজিং: বন্যায় বিপর্যস্ত বেজিং। বর্ষার মরসুমে চিনে বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিগত ১৪০ বছর পর আবার ভয়াবহ বন্যার ভ্রূকুটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে। চিনের রাজধানী বেজিংয়ের অবস্থা সংকটজনক। শনিবার থেকে বুধবার সকাল। ৪ দিনের সামান্য বেশি সময়ে ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিতে ভেসে গেল চিনের (China) রাজধানী বেজিং (Beijing)। ভয়াবহ বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় (Flood) প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন।
অতি ভারী বৃষ্টির কারণেই এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। বৃষ্টির প্রকোপ এতটাই যে, রাস্তাঘাট কার্যতই জলের তলায়। পানীয় জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। যার জেরে বিপর্যস্ত জনজীবন। বন্যা পরিস্থিতিতে বিপুল সংখ্যক ঘরবাড়ি ডুবে গিয়েছে। শহর জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা। এই বছরের বন্যার ফলে এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্য়ুসংবাদ সামনে এসেছে। নিখোঁজ হয়েছেন প্রায় তিরিশ জন বাসিন্দা। সংখ্যাটা বেসরকারি মতে আরও বেশি।
ইতিমধ্যেই প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ১৮৯১ সালে অল্প সময়ে বিপুল বৃষ্টি হয়েছিল বেজিংয়ে। সেবার ৬০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারের নজির তার থেকেও বেশি। ১৮৮৩ সাল থেকে বেজিংয়ের বৃষ্টিপাতের রেকর্ড রাখা শুরু হয়। এবছরের বৃষ্টি এই সব হিসেবের মধ্যেই সর্বোচ্চ।