ওয়েব ডেস্ক: বাঙালি যেখানেই যায় তার সঙ্গে যায় কবিগুরু রবীন্দ্রনাথ। শুধু এদেশে নয় বিদেশও রবীন্দ্র জয়ন্তী উদযাপনের বহর প্রতিবছরই দেখা যায়। এছাড়াও বছরের বিভিন্ন সময় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে বাঙালি স্মরণ করে।
ডাচ্দেশ অর্থাৎ নেদারল্যান্ডসে এবার রবীন্দ্রজয়ন্তী উদযাপন শত কন্ঠে। বিদেশের মাটিতে এক অভিনব উদ্যোগ। ১০০ কন্ঠে তারই গানে রবীন্দ্র-বন্দনা। ‘সংগীতি-স্কুল অব ইন্ডিয়ান মিউজিক’ উদযাপন করবে রবীন্দ্রনাথের রবীন্দ্রজয়ন্তী। অভিনব ভাবনায় জড়ো করেছন ১০০ জন সংগীতশিল্পীকে স্কুলের ধারক প্রজ্ঞা ভট্টাচার্য। চলছে মহড়া। শহর ডেফ্লট এ হতে চলেছে এই রবীন্দ্র জন্ম জয়ন্তী অনুষ্ঠান।
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ বেশ কয়েকবার নেদারল্যান্ড অর্থাৎ হল্যান্ড পরিদর্শনে গিয়েছিলেন। বিশেষত ১৯২০ সালে বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ করতে বক্তৃতা সফরে অংশ নিয়েছিলেন। এমনকি ইউরোপ ভ্রমণে গিয়েও তিনি নেদারল্যান্ড পরিদর্শন করেন। কথা বলেন বুদ্ধিজীবীদের সঙ্গে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্রনাথ ওলন্দাজ-দেশে ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ পাঠ করেছিলেন।
সেদেশের মানুষ মুগ্ধ।।
রবীন্দ্রনাথের সৃষ্টির মহিমা আজও এতটাই গভীর এবং গাঢ় বাঙালির হৃদয়ে যে তার তল খুঁজে পাওয়া বেশ কঠিন। আমাদের দৈনন্দিনের মধ্যে তিনিও যে পথিক হিসেবেই আমাদের সঙ্গে জীবন নামক এই দুর্গম পথে পরশমনির মতোই আমাদের সঙ্গে রয়েছেন সে কথা এই অনুষ্ঠান আরেকবার প্রমান করে দিলো। ভিন দেশে, সবার প্রাত্যহিক ব্যস্ততার মধ্যেও ২০০-২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে রিহার্সাল করে একটা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। সবার মনে একটাই কথা। আমরা তো এরকম সুযোগ পাইনা। এক সঙ্গে গান, কবিতা, নাটক। সবই রবীন্দ্র অনুরাগে। ৭ই জুন ভারমিয়ার-এর শহর ডেল্ফট এ হতে চলেছে এই অনুষ্ঠান।