ওয়াশিংটন: ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো (Morocco)। শনিবার মরক্কোর ভূমিকম্পে প্রাণ হারাল ২৯৬ জন। আহত হয়েছেন বহু। তবে সরকারি ভাবে হতাহতের কোনও সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক সূত্রে খবর, গতকাল রাত ১১টা ১১ মিনিটে মারাকেশ (Marrakesh ) থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৮.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে তীব্রতার পরিমাণ ৬.৮। মার্কিন প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পটি উপকূলীয় শহর রাবাত, কাসাব্লাঙ্কা এবং এসসাউইরাতেও অনুভূত হয়েছে।
এই ভূমিকম্পের প্রভাবের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য কমলা সতর্কতা এবং প্রাণহানির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকার মানুষ যেখানে বাস করেন, সেখানে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পের জেরে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেইসঙ্গে মারাকেশে ইন্টারনেট পরিষেবাও বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। মারাকাশের হাসপাতালগুলিতে আহতদের উপচে পড়া ভিড়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ভূমিকম্পটি সবচেয়ে শক্তিশালী।
আরও পড়ুন: স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু
ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে মরক্কোর বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরক্কোকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করার আশ্বাসও তিনি দিয়েছেন।