লাহোর : পাকিস্তানে উগ্রবাদী সংগঠন টিএলপি-র সঙ্গে পুলিশের সংঘর্ষ। নিহত ৪। ইসলামাবাদ অভিযান ঘিরে ক’দিন ধরেই টিএলপি সমর্থকদের বিক্ষোভ চলছে। অভিযোগ, বেধড়ক মারধর করা হয়েছে টিএলপি সমর্থকদের।
বুধবার পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় পুলিশ-টিএলপি তুমুল সংঘর্ষ হয়। এতে অন্তত চার পুলিশকর্মী নিহত হন। দু’পক্ষের মধ্যে ২৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। টিএলপি সমর্থকদের একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের শুরু। তাঁরা রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন।
আরও পড়ুন : বিজেপিকে কী করে হারাতে হয় দেখিয়েছে তৃণমূল, কংগ্রেসকে আক্রমণ ‘জাগোবাংলা’য়
মিছিল ঘিরে পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়াল পাকিস্তানের ইসলামপন্থী দল। লাহোর থেকে ইসলামাবাদ অবধি মিছিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মিছিলে অংশগ্রহণকারীরা। তেহরিক-ই-লাবাইক পাকিস্তান, যা সংক্ষেপে টিএলপি দল নামেই পরিচিত। তাদের শীর্ষনেতা সাদ রিজভিকে গত বছর গ্রেফতার করা হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগে। ফ্রান্সের একটি পত্রিকায় মহম্মদের কার্টুন চরিত্র প্রকাশ নিয়ে গন্ডগোল ছড়িয়েছিল। সেই ঘটনায় এখনও জেলবন্দি রয়েছেন সাদ। তাঁর মুক্তির দাবিতেই টিএলপি কর্মীরা লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করে। ইসলামাবাদে ঢোকার আগেই নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। জোর করে এগোনোর চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যাবহার করে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সরাসরি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিএলপি সমর্থকরা।