ওয়েব ডেস্ক: আমেরিকা (USA) এবং ব্রিটেনেও (UK) অপারেশন সিঁদুরকে (Operation Sindoor) ট্রেডমার্ক হিসেবে ব্যবহারের আবেদন জমা পড়ল। ভারতে ইতিমধ্যেই অন্তত ১৪টি এমন আবেদন জমা পড়েছে। সবার আগে রিলায়ান্স (Reliance Industries) এমন আবেদন করলেও পরের দিনই তা প্রত্যাহার করে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে জমা পড়া আবেদনগুলি ইতিমধ্যেই তাদের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস বিবেচনা করছে বলে জানা গিয়েছে।
ব্রিটেনে সেই পরীক্ষা চলছে ইউনাইটেড কিংডম ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে। আবেদনকারীরা ‘অপারেশন সিঁদুর’ শব্দবন্ধটিকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহারের অধিকার পেলে, তা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে। তবে ওই দুই দেশে পাওয়া অনুমতি ব্যবহার করে ভারতে তা কার্যকর করা যাবে না। তার জন্য আলাদা আবেদন করতে হবে।
আরও পড়ুন: স্বর্ণমন্দির নিশানা করেছিল পাকিস্তান! বাঁচাল ভারতীয় সেনা
সামরিক অভিযান হিসেবে অপারেশন সিঁদুর শব্দবন্ধটি সাড়া ফেললেও সেটি স্বতঃসিদ্ধভাবে ভারত সরকারের বৌদ্ধিক সম্পত্তি নয়। কারণ প্রতিরক্ষা মন্ত্রক ওই শব্দবন্ধটিকে নিয়মমাফিক নথিবদ্ধকরণ বা বাণিজ্যিক নাম হিসেবে ব্যবহার করেনি। ফলে সরকার সক্রিয়ভাবে এই প্রসঙ্গে হস্তক্ষেপ না করলে বেসরকারি ব্যক্তি বা সংস্থা শব্দবন্ধটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অধিকার পেতে পারে।
তবে আইনজীবী মহলের মতে, বিষয়টি বিভ্রান্তিকর, অপমানজনক বা জনস্বার্থের পরিপন্থী মনে করলে ১৯৯৯ সালের ট্রেড মার্কস আইন অনুযায়ী সম্পর্কিত সরকারি দফতর এই শব্দবন্ধটিকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহারের আর্জি খারিজ করতে পারে।
দেখুন অন্য খবর: