ইসলামাবাদ: দুই পড়শি রাষ্ট্রের পুরনো বন্ধুত্ব রয়েছে। আফগানিস্তানে নয়া সরকার গঠনের পিছনেও পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে শোনা যায়। সেই তালিবান শাসিত আফগানিস্তানে এবার বিমান পরিষেবা চালু করতে চলেছে পাকিস্তান।
কাবুলিওয়ালার দেশে দ্বিতীয় তালিবান জমানায় প্রথম আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। আর সেই শুভ সূচনা করতে চলেছে পাকিস্তান। এমনই জানিয়েছে পাকিস্তানের বিমান পরিচালক সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল আয়ারলাইন্স(PIA)।
ওই সংস্থার মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান জানিয়েছেন যে আগামী সোমবার থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হবে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে যাবতীয় ছাড়পত্র পেয়ে গিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল আয়ারলাইন্স(PIA)। চলতি মাসের ১৩ তারিখ ইসলামাবাদ থেকে কাবুলের উদ্দেশ্যে উরে যাবে পাক বিমান।
আরও পড়ুন- সিলিকন ভ্যালিতে ডেটা-যুদ্ধ, এয়ারটেল সিইও বললেন, ‘খেলা হবে’
তালিবান দখলে চলে যাওয়া আফগানিস্তানের মাটিতে চরম জটিলতা দেখা দিয়েছে। বহু মানুষ দেশ ছেড়েছেন। অনেকে আবার ওই দেশে আটকে পড়েছেন। সেই আটকে যাওয়া ব্যক্তিদের তালিকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের সমাজকর্মী এবং সাংবাদিকেরা রয়েছেন। সেই সকল অংস্থার তরফে পাকিস্তানের কাছে বিমান পরিষেবা চালু জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন PIA মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান।
আরও পড়ুন- আসাদুদ্দিন ওয়াইসিকে ‘ভাইরাস’ বলে কটাক্ষ বিজেপি নেতার
সেই সকল আবেদন পর্যালোচনা করেই সোমবার থেকে উড়ান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আবদুল্লাহ হাফিজ খান বলেছেন, “মোট ৭৩টি আবেদন এসেছে আমাদের কাছে। যা খুবই আশাব্যঞ্জক।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “আগামী দিনে যাত্রীদের চাহিদার উপরে ভিত্তি করে উড়ান সংখ্যা নিশ্চিত করা হবে।”