ওয়েবডেস্ক- পাকিস্তানের (Pakistan) রাজনীতিতে ভূমিকম্প। ভারতে একের পর এক প্রত্যাঘাতে থরহরি কম্পমান পাক সরকার। পাকিস্তানের হামলা ভারতে (India) কাছে ধোপে টিকল না। সব হামলা একের পর প্রতিহত করছে ভারত। পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে ভারত। সেই তালিকায় রয়েছে ইসলামাবাদ, করাচি। হাঁটু কাঁপতে শুরু করে দিয়ছে পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফের (Pakistani Prime Minister Shahbaz Sharif) । তিনি ইতিমধ্যেই বাঙ্কারে আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন-আসিফ মুনিরের বদলে সামশাদ মির্জা, সেনা প্রধান বদল করে পার পাবে পাকিস্তান?
এই পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক ক্ষেত্রে আমূল পরিবর্তন। দেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরকে ( Asif Munir) বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল সামশাদ মির্জা (Shamshad Mirza) । যিনি নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সূত্রের খবর অনুযায়ী, আসিফ মুনিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক কার্যকলাপের অভিযোগ উঠেছে। পাক সামরিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করবে। সেই তদন্তের ভিত্তিতেই তাকে বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে।
দেখুন আরও খবর-