তেহরান: ইরানে (Iran) পাল্টা হামলা চালাল পাকিস্তান (Pakistan)। ইরান পাকিস্তানে জঙ্গি (Militant) ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তার পরই পাকিস্তানের মাটিতে জইশ আল-আদলের সদর দফতরে হামলার জন্য কড়া পরিণতির হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। তার জবাবে পাকিস্তান বৃহস্পতিবার ইরানে সন্ত্রাসী আস্তানাগুলির বিরুদ্ধে হামলা চালিয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বলেছে, মার্গ বার সরমাচার নামে গোয়েন্দা-ভিত্তিক এই অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। তবে ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলায় চার শিশুসহ নয়জন নিহত হয়েছে।
পাকিস্তানের বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার বলেছে, আজ সকালে পাকিস্তান ইরানের সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলির বিরুদ্ধে লক্ষ্যবস্তুতে নিখুঁত সামরিক হামলা চালিয়েছে। ইরানকে ভ্রাতৃত্বপূর্ণ দেশ বলে বর্ণনা করে ইসলামাবাদ বলেছে যে এই পদক্ষেপটি জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য করা হয়েছে। পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের অনুসরণ করা যা সর্বোপরি এবং এর সাথে আপস করা যায় না। ইসলামাবাদ ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে। এদিকে জানা গিয়েছে পাকিস্তানের এই হামলার পর তেহরানে থাকা পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইরান সরকার।
আরও পড়ুন: মহাপ্রভুর নামে এবার রাস্তা কলকাতায়
আরও খবর দেখুন